মুশফিককে দেখে অনুপ্রাণিত হৃদয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2020 04:43 PM BdST Updated: 06 Nov 2020 04:43 PM BdST
মুশফিকুর রহিমের নিবেদন, পরিশ্রম ও শৃঙ্খলার চর্চা বাংলাদেশের ক্রিকেটে হয় নিয়মিতই। আগে সেসব শুনেছেন, নানা মাধ্যমে জেনেছেন ও দূর থেকে দেখেছেন তৌহিদ হৃদয়। এবার কাছ থেকে দেখার সুযোগও হয়েছে তার। প্রেসিডেন্ট’স কাপে একই দলে খেলেছেন এই দুজন। মাঠের বাইরের মুশফিককে কাছ থেকে দেখে দারুণ অনুপ্রাণিত তরুণ ব্যাটসম্যান হৃদয়।
প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে নেমে দারুণ ফিফটি করে ম্যাচ সেরা হন হৃদয়। পরের চার ম্যাচের তিনটিতে উইকেটে থিতু হয়েও বড় রান করতে পারেননি। শুক্রবার হাই পারফরম্যান্স দলের অনুশীলনের ফাঁকে তিনি বললেন, মুশফিকদের কাছ থেকে শিখতে পারাই ওই টুর্নামেন্ট থেকে তার বড় প্রাপ্তি।
“সিনিয়রদের সঙ্গে খেলা একটা বড় সুযোগ ছিল আমাদের জন্য। সবচেয়ে বড় ব্যাপার, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। উনি সবসময় কিভাবে এত শৃঙ্খলার মধ্যে থাকেন, সেসব দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি।”

গত যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের মিডল অর্ডারের ভরসা ছিলেন হৃদয়। যুব ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি, ৪৭ ম্যাচে এক হাজার ৬২৪ রান করেছেন ৪৭.৭৬ গড়ে। সেঞ্চুরি করেছেন ৫টি, যা দ্বিতীয় সর্বোচ্চ। যুব ওয়ানডেতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি।
শুধু যুব পর্যায়ে নন, সাফল্য পেতে শুরু করেছেন পরের ধাপেও। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের শুরুটা করেছেন বেশ ভালো। ২৩ ম্যাচে এক সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৮২০ রান করেছেন ৪৫.৫৫ গড়ে। এই প্রতিভা, সামর্থ্য ও পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখেই টানা দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হয়েছে এইচপি দলে।
সুযোগটাকে কাজে লাগিয়ে ১৯ বছর বয়সী ব্যাটসম্যান নিজেকে তৈরি করে তুলতে চান ভবিষ্যতের চ্যালেঞ্জ জয়ের জন্য।
“এইচপি আগেও করেছি একটা (ক্যাম্প), এবারও করছি। এখানে অফ সিজনে নিজেকে প্রস্তুত করার কাজ করা যায়। পরের পর্যায়ের জন্য তৈরি হওয়া যায়। আমরা সবাই চেষ্টা করছি স্কিলে উন্নতি করতে। ভবিষ্যতে যেন আরও স্কিলফুল ক্রিকেটার হতে পারি, এই চেষ্টা করছি।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি