উইকেটশূন্য সালমা, বোলিং পেলেন না জাহানারা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2020 06:21 PM BdST Updated: 05 Nov 2020 06:23 PM BdST
-
ভেলোসিটির একমাত্র উইকেটে ক্যাচটি নিয়েছেন জাহানারা। ছবি: বিসিসিআই
সালমা খাতুন যখন বোলিং পেলেন, প্রতিপক্ষের ৮ উইকেট ততক্ষণে নেই। খুব বেশি ভূমিকা রাখার সুযোগ তিনি পেলেন না। জাহানারা আলম তো পেলেন না সেটুকুও। তিনি বল হাতে নেওয়ার আগেই ম্যাচ শেষ!
ভারতের উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে দুজনের জন্যই দিনটি ছিল নিস্ফলা। দলীয় পারফরম্যান্সে সালমার দল ট্রেইলব্লেজার্স উড়িয়ে দিয়েছে জাহানারার ভেলোসিটিকে।
আগের দিন দারুণ জয় পাওয়া ভেলোসিটি এ দিন পায় উল্টো স্বাদ। টস জিতে আগে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে যায় মাত্র ৪৭ রানে। ট্রেইলব্লেজার্সের ইংলিশ বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন ৯ রানে নেন ৪ উইকেট।
সালমা বোলিং পান ১২ ওভারের পর। ২ ওভার বল করে ৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
জাহানারার মূল কাজ বোলিং হলেও বাংলাদেশ দলে ব্যাট হাতেও অবদান রাখেন মোটামুটি। কিন্তু এখানে তাকে ব্যাটিংয়ে নামানো হয় ১১ নম্বরে। সালমার একটি বল অবশ্য তিনি খেলতে পারেন, সেই বলে নেন সিঙ্গেল। পরে ওই ১ রানেই তার বিদায়ে শেষ হয় ভেলোসিটির ইনিংস।
সহজ রান তাড়ায় ট্রেইলব্লেজার্স জিতে যায় ১ উইকেট হারিয়ে, ৭.৫ ওভারে।
আগের ম্যাচে ২ উইকেট পাওয়া জাহানারাকে বোলিংয়েই আনেননি ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ। দলের একমাত্র উইকেট শিকারে ক্যাচটি অবশ্য জাহানারাই নিয়েছেন।
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’