আকবরের সেঞ্চুরি, শাহাদত ৯৪, একদিনেই চারশ রান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2020 06:38 PM BdST Updated: 02 Nov 2020 06:39 PM BdST
-
সেঞ্চুরির পর আকবর আলি।
-
দারুণ ইনিংসের পথে শাহাদাত হোসেনের ড্রাইভ।
-
শরিফুল ইসলামের উইকেট উদযাপন।
কদিন আগে প্রেসিডেন্ট’স কাপে ব্যাট হাতে খাবি খেয়েছেন আকবর আলি। হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ম্যাচে তাকে আবার দেখা গেল আপন চেহারায়। দুই দলে ভাগ করে খেলা ম্যাচের প্রথম দিনে দারুণ এক সেঞ্চুরি করেছেন এই কিপার-ব্যাটসম্যান। তবে দুর্দান্ত ব্যাট করেও ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি শাহাদাত হোসেন। পরে ঝড়ো ফিফটি করেছেন শামীম হোসেন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দিনে সোমবার ৮০ ওভারে ৭ উইকেটে ৪০৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ‘এ।’
এইচপি স্কোয়াডের ক্যাম্পে যা শেখানো হচ্ছে, সেসবের অগ্রগতি দেখতেই মূলত এই ম্যাচের আয়োজন। গত কিছুদিনে ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে অনেক কাজ করেছেন এইচপির কোচ টবি র্যাডফোর্ড। প্রথম দিনে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে তার খুশিই হওয়ার কথা।

দারুণ ইনিংসের পথে শাহাদাত হোসেনের ড্রাইভ।
দুই পরিবর্ত পেসার রেজাউর রহমান ও শাহিন আলম বোলিংয়ে এসে রানের রাশ টেনে ধরেন কিছুটা। ৪টি চার ও ১ ছক্কায় ৩৫ রান করা তানজিদকে ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ করেন রেজাউর।
তবে সময়ের সঙ্গে আরও ভালো খেলতে থাকেন শাহাদাত। শাহিন আলমের বলে চোখজুড়ানো তিনটি স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মারেন তিনি। এই পেসারের বাড়তি লাফানো বলেই একবার খানিকটা চোট পান ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দ্রুতই সামলে নিয়ে আবার খেলতে থাকেন দারুণ। বাঁহাতি স্পিনার তানভির ইসলাম আক্রমণে আসার পর একের পর এক কাট শটে এলোমেলো করে দেন তাকে।
তিনে নামা মাহমুদুল হাসান জয় শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু ৩০ রানে তাকে থামান শরিফুল। এই দলের অধিনায়ক আফিফ হোসেন উইকেটে যাওয়ার পরপরই বাউন্ডারি পান দুটি। কিন্তু ১২ রানেই তার ইনিংস শেষ হয় রেজাউরের বলে।
এরপর দারুণ এক জুটি গড়েন আকবর ও শাহাদাত। চতুর্থ উইকেটে ১৩৭ রান যোগ করেন দুজন। শাহাদাতের সেঞ্চুরিটা যখন কেবল মনে হচ্ছিল সময়ের ব্যাপার, নোমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেলেন তিনি। ১৬২ বলে তার ৯৪ রানের ইনিংসে চার ১৪টি।

শরিফুল ইসলামের উইকেট উদযাপন।
১৩৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আকবর। সেঞ্চুরি পরও দ্রুততায় রান তুলেছেন তিনি। তাকে ফেরান শাহিন। ১৬১ বলে ১৩৬ রানের ইনিংসে ছিল ২০ চার, দুটি ছক্কা।
শামীমের ঝড়ও থামান শাহিনই। ৮ চার ও ৩ ছক্কায় বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ৪৬ বলে ৬৭।
বোলারদের মধ্যে শরিফুল শুরুটা ভালো করলেও পরে ছিলেন দারুণ খরুচে। দুই স্পিনার তানভির ও রিশাদ হোসেন একদমই প্রভাব ফেলতে পারেননি। দুই পেসার শাহিন ও রেজাউরই যা একটু ভালো করেছেন। শাহিনের গতি ছিল বেশ চোখে পড়ার মতো।
টিম ‘এ’: ৮০ ওভারে ৪০৬/৭ ইনিংস ঘোষণা (তানজিদ ৩৫, শাহাদাত ৯৪, মাহমুদুল ৩০, আফিফ ১২, আকবর ১৩৬, শামীম ৬৭, সুমন ৯, রকিবুল ২*, মুকিদুল ১*; শরিফুল ২০-২-১০২-২, নোমান ৮-১-৫০-১, রেজাউর ১৫-১-৬৩-২, শাহিন ১৫-১-৭১-২, তানভির ১৫-১-৮২-০, রিশাদ ৮-১-৩৬-০)।
-
স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
-
৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
-
স্পিনারদের দাপটে দুইশ পেরিয়েই শেষ ইংল্যান্ড
-
পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত
-
ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব
-
নিলামে উঠছে ম্যাক্সওয়েলের ছক্কায় ভাঙা চেয়ার
-
বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
-
হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- করোনাভাইরাসের ছোবলে স্থগিত পিএসএল