আইপিএলের পরের আসরেও খেলবেন ধোনি

ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে এবারের আইপিএল ভালো কাটছে না মহেন্দ্র সিং ধোনির। অনেকে মনে করছেন, এটাই হয়তো চেন্নাই সুপার কিংস অধিনায়কের শেষ আসর। তবে ধোনি নিশ্চিত করলেন, ২০২১ সালের আইপিএলও খেলবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2020, 01:22 PM
Updated : 1 Nov 2020, 01:22 PM

চলতি আসরে সবার আগে বিদায় নিশ্চিত হয় চেন্নাইয়ের। প্রথমবারের মতো টুর্নামেন্টের প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া দলটির প্রথম ১৩ ম্যাচে জয় কেবল পাঁচটি। পয়েন্ট টেবিলে আছে সবার নিচে।

নেতৃত্বের পাশাপাশি ব্যাটসম্যান ধোনির পারফরম্যান্সও ভালো নয়। ১২ ইনিংসে ১১৬.২৭ স্ট্রাইক রেটে রান করেছেন কেবল ২০০। সর্বোচ্চ অপরাজিত ৪৭।

ধোনির এমন পারফরম্যান্সে অনেকের মনেই সংশয় জেগেছে পরের আসরে তার খেলা নিয়ে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে রোববার টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন তো প্রশ্নই করে ফেললেন এ নিয়ে। জিজ্ঞেস করলেন, এই ম্যাচই চেন্নাইয়ের হয়ে তার শেষ ম্যাচ কি-না। ধোনির দ্বিধাহীন উত্তর, “অবশ্যই নয়।”

চেন্নাইও ধোনিকে এখনই ছাড়তে চায় না। এমনকি তাকে আগামী আসরেও নেতৃত্বে রাখতে চাওয়ার কথা কদিন আগে জানান ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ। এবার ধোনিও বললেন দলটির হয়ে আরও খেলতে চান তিনি।

আইপিএলের শুরুর আসর ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। কিন্তু ২০১৬-১৭ আসরে চেন্নাইকে নিষিদ্ধ করা হলে সে সময় তিনি খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। পরে আবার দলটিতে যোগ দিয়ে এখনও আছেন তাদের সঙ্গে।