ধাপে ধাপে জাতীয় দলের স্বপ্নের পানে পারভেজ

বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভার ছাপ রেখে পারভেজ হোসেন ইমন এখন আছেন হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে। এখানে নিজেকে আরও সমৃদ্ধ করে সামনে জায়গা পেতে চান বাংলাদেশ ‘এ’ দলে। এভাবেই ছোট ছোট পদক্ষেপে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান একদিন পৌঁছে যেতে চান স্বপ্নের ঠিকানায়, জাতীয় দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2020, 11:47 AM
Updated : 1 Nov 2020, 11:47 AM

গত যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ওপেনার পারভেজ। জিম্বাবুয়ের বিপক্ষে দলের জয়ে ঝড়ো ফিফটি করেছিলেন। ফাইনালে ভারতের বিপক্ষে রান তাড়ায় ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পথে খেলেছিলেন চোখধাঁধানো কিছু শট।

বিশ্বকাপের পরপরই সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশে সুযোগ পেয়েছিলেন। যথারীতি দারুণ কিছু শটে করেছিলেন ৩৪ রান।

এখনও পর্যন্ত পারভেজের ব্যাটিংয়ের সবচেয়ে বেশি চোখে পড়ার দিক এটিই। যতক্ষণ উইকেটে থাকেন, দুর্দান্ত সব শট খেলেন। সহজাত প্রতিভা তাতে ফুটে ওঠে যথেষ্টই। বেশ সাহসীও তিনি। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন প্রায়ই। থিতু হয়ে আউট হয়ে যান বারবার। কদিন আগে প্রেসিডেন্ট’স কাপের ম্যাচেও যেমন, চারটি দারুণ বাউন্ডারি মেরে আউট হয়ে যান ১৯ রানে।

এখন এইচপির ক্যাম্পে তাই ব্যাটিং আরও পোক্ত করার চেষ্টা করছেন পারভেজ। পাশাপাশি কাজ করছেন কিপিং নিয়েও।

“ভালো লাগছে (এইচপি ক্যাম্পে), অনূর্ধ্ব-১৯ থেকে এটা আলাদা লাগছে। অনেক কোচ এসেছেন। ভালো ভালো টেকনিক শেখাচ্ছেন। যেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি। ব্যাটিং নিয়ে ভালো কাজ করছি। কিপিং নিয়ে মুর্তজা স্যারের (বিসিবির কোচ) সঙ্গে কাজ করছি।”

এইচপির ক্যাম্প মূলত শেখারই মঞ্চ। পারভেজ তা কাজে লাগাতে চান নিজেকে গড়ে তুলতে। যুব বিশ্বকাপের সাফল্যকে পেছনে ফেলে একটু একটু করে এগোতে চান স্বপ্ন পূরণের দিকে।

“ওটা (যুব বিশ্বকাপ জয়) থাকবেই, অনেক বড় সাফল্য আমাদের জন্য। তবে যেটা হয়ে গেছে, তা শেষ। এখন সামনের দিকে তাকাচ্ছি।”

“স্বপ্ন অবশ্যই জাতীয় দলে খেলা। ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছি। এখন এইচপিতে খেলছি, এরপর আরও ধাপ আছে, ‘এ’ দল। ধাপে ধাপে ওপরে ওঠার চেষ্টা করব।”