‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান গেইল’

টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ সব কীর্তি গড়েছেন ক্রিস গেইল। সেসব নিয়ে ক্রিকেট বিশ্বে বিস্ময়ের সুর ওঠে নিয়মিতই। হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করার পর আবারও বইছে গেইল-স্তুতির জোয়ার। ভারতীয় কিংবদন্তি বিরেন্দর শেবাগ, যিনি নিজেও ছিলেন বিস্ফোরক ব্যাটসম্যান, গেইলকে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান বলেই ঘোষণা করে দিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 11:13 AM
Updated : 31 Oct 2020, 11:13 AM

ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা মানে একরকম চূড়ান্ত কিছু। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় স্যার ডন ব্র্যাডম্যানকে। ১৯৪৮ সালে ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ান কিংবদন্তির ৯৯.৯৪ টেস্ট ব্যাটিং গড় যেমন এত বছর পরও সবার ধরাছোঁয়ার অনেক বাইরে, তেমনি তার আরও অনেক ব্যাটিং কীর্তি বিস্ময় জাগায় এখনও।

২০ ওভারের ক্রিকেটেও তেমনি গেইলের কিছু রেকর্ড প্রায় অবিশ্বাস্য। এই সংস্করণে সাড়ে ১৩ হাজারের ওপরে রান তার। ১১ হাজারেও এখন পর্যন্ত পা রাখতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ২২টি সেঞ্চুরি করেছেন টি-টোয়েন্টিতে, ৮টির বেশি নেই অন্য কারও।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলের ম্যাচে শুক্রবার আরেকটি মাইলফলক স্পর্শ করেন গেইল। ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে মারেন এক হাজার ছক্কা। এখন পর্যন্ত ৭০০ ছক্কায় পৌঁছাতে পারেননি আর কেউ।

এছাড়া সবচেয়ে বেশি চার (১ হাজার ৪১টি), সবচেয়ে বেশি ফিফটি (৮৫টি), সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৫*), এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (১৮টি), এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান (১ হাজার ৬৬৫), এরকম আরও কিছু রেকর্ডও আছে গেইলের।

হাজার ছক্কার রেকর্ডের পর শেবাগ টুইটারে রায় দিয়ে দিলেন, “টি-টোয়েন্টির ব্র্যাডম্যান ক্রিস গেইল। নিঃসন্দেহে সর্বকালের সেরা।”

গেইলের বর্তমান আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবে তাকে নেওয়ায় বড় ভূমিকা ছিল শেবাগেরই। ২০১৮ আইপিএলের নিলামে দুই দফা অবিক্রিত থাকার পর তৃতীয়বারে পাঞ্জাবের সেই সময়ের ক্রিকেট অপারেশন্স প্রধান শেবাগ দলে নিয়েছিলেন গেইলকে।