সেঞ্চুরিতে ফ্লাওয়ারকে ছাড়িয়ে টেইলর

দারুণ সেঞ্চুরিতেও দলকে জেতাতে পারেননি ব্রেন্ডন টেইলর। তবে ধরা দিয়েছে ব্যক্তিগত একটি অর্জন। জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে নিজেকে তিনি তুলে নিয়েছেন সবার ওপরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 03:58 AM
Updated : 31 Oct 2020, 03:58 AM

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার রাওয়ালপিন্ডিতে ১১২ রানের ইনিংস খেলেছেন টেইলর। তিন সংস্করণ মিলিয়ে এটি তার ১৭তম সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন তিনি অ্যান্ডি ফ্লাওয়ারকে।

জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ফ্লাওয়ার ৩২০ ইনিংসে করেছিলেন ১৬ সেঞ্চুরি। টেইলর তাকে ছাড়িয়ে গেলেন ২৯৮ ইনিংসেই।

১২ সেঞ্চুরি নিয়ে রেকর্ডের তিনে আছেন অ্যান্ডি ফ্লাওয়ারের ছোট ভাই গ্রান্ট ফ্লাওয়ার। ১০টি সেঞ্চুরি করেছেন হ্যামিল্টন মাসাকাদজা।

ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই টেইলরের। সেটি আরও সংহত হলো এবার। ১১টি সেঞ্চুরি হয়ে গেল তার ৫০ ওভারের ক্রিকেটে। ৭ সেঞ্চুরি নিয়ে এখানে দুইয়ে সাবেক অধিনায়ক অ্যালেস্টার ক্যাম্পবেল।