শেষ ম্যাচ থেকেও প্রাপ্তির অনেক কিছু দেখছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেসিরিজের প্রথম ম্যাচে শুক্রবার রাওয়ালপিন্ডিতে ১১২ রানের ইনিংস খেলেছেন টেইলর। তিনসংস্করণ মিলিয়ে এটি তার ১৭তম সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন তিনি অ্যান্ডি ফ্লাওয়ারকে।
জিম্বাবুয়ের সর্বকালের সেরাব্যাটসম্যান বলে বিবেচিত ফ্লাওয়ার ৩২০ ইনিংসে করেছিলেন ১৬ সেঞ্চুরি। টেইলর তাকে ছাড়িয়েগেলেন ২৯৮ ইনিংসেই।
১২ সেঞ্চুরি নিয়ে রেকর্ডেরতিনে আছেন অ্যান্ডি ফ্লাওয়ারের ছোট ভাই গ্রান্ট ফ্লাওয়ার। ১০টি সেঞ্চুরি করেছেন হ্যামিল্টনমাসাকাদজা।
ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সবচেয়েবেশি সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই টেইলরের। সেটি আরও সংহত হলো এবার। ১১টি সেঞ্চুরি হয়েগেল তার ৫০ ওভারের ক্রিকেটে। ৭ সেঞ্চুরি নিয়ে এখানে দুইয়ে সাবেক অধিনায়ক অ্যালেস্টারক্যাম্পবেল।