এইচপির ক্রিকেটারদের ইংল্যান্ড সফর চান কোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2020 08:09 PM BdST Updated: 29 Oct 2020 08:09 PM BdST
বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা সফর ভেস্তে গেলেও খুব একটা ভাবিত নন কোচ টবি র্যাডফোর্ড। উপমহাদেশে খেলে উঠতি ক্রিকেটারদের উন্নতির খুব একটা সুযোগ তিনি দেখেন না। এইচপি কোচের বরং চাওয়া, বিসিবি যেন ইংল্যান্ড বা এই ধরনের প্রতিকূল কোনো কন্ডিশনে সফর আয়োজন করে।
জাতীয় দলের সঙ্গে এই মাসেই শ্রীলঙ্কা সফরে থাকার কথা ছিল বিসিবি এইচপি দলের। তবে কোয়ারেন্টিনের নিয়ম নিয়ে জটিলতায় জাতীয় দলের সফর স্থগিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে এইচপি দলের সফর।
আপাতত দেশেই চলছে ২৬ জনের স্কোয়াডের ক্যাম্প। গত মঙ্গলবার থেকে প্রধান কোচ র্যাডফোর্ডের তত্ত্বাবধানে অনুশীলন করছে উঠতি ক্রিকেটাররা।
অনুশীলনের গুরুত্বপূর্ণ একটি অংশ ম্যাচ খেলা। যেখানে পরখ করা যাবে ক্রিকেটারদের উন্নতি কতটা হলো। দেশের মাটিতে একটি সিরিজও আছে এইচপি দলের সামনে। তবে বৃহস্পতিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে র্যাডফোর্ড বললেন, ভিন্ন কন্ডিশনে ছেলেদের পরখ করতে চান তিনি।

র্যাডফোর্ডের মতে, ভিন্ন কন্ডিশনে খেললেই এই ক্রিকেটারদের উন্নতির সত্যিকার পরীক্ষা হবে, ভবিষ্যতের জন্য অভিজ্ঞতাও হবে।
“আমি মনে করি, ইংল্যান্ডের মতো কোনো জায়গায় খেললে ওদের ভালো পরীক্ষা হবে। কন্ডিশন খুব সহজ নয় ওখানে। এই ছেলেরা যদি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলে, কোনো একটা সময় ওরা লর্ডসে খেলবে এবং অ্যান্ডারসন-ব্রড-ওকসদের মুখোমুখি হবে। এজন্যই আমি চাই ওরা যেন আগেই ওই ধরনের পিচে অভ্যস্ত হয়ে উঠুক যেখানে বল সুইং-সিম করে। কাজটা সহজ নয়। অভ্যস্ত হওয়ার একমাত্র উপায় ওখানে ম্যাচ খেলা।”
-
শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)