মরিস-পান্ডিয়াকে তিরস্কার

ম্যাচের উত্তেজনায় মেজাজ হারানোর মাশুল দিলেন ক্রিস মরিস ও হার্দিক পান্ডিয়া। আইপিএলের শৃঙ্খলা বিধি ভাঙায় এই দুই অলরাউন্ডারকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি মানু নায়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 11:59 AM
Updated : 29 Oct 2020, 11:59 AM

আবু ধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্সের বুধবারের ম্যাচের ঘটনায় শাস্তি পেয়েছেন মরিস ও পান্ডিয়া।

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় পান্ডিয়া ১৯তম ওভারের চতুর্থ বলে মরিসকে ছক্কা মারেন। পরের বলেই আউট হয়ে যান মুম্বাইয়ের বিস্ফোরক ব্যাটসম্যান। তাকে প্যাভিলিয়নের পথ দেখাতে দেরি করেননি ব্যাঙ্গালোরের দক্ষিণ আফ্রিকান পেসার মরিস। এতে বোলারের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পান্ডিয়া।  

দুই ক্রিকেটারই তাদের ওপর আনা অভিযোগ স্বীকার করেছেন। এক বিবৃতি দিয়ে ম্যাচ শেষেই জানায় আইপিএল।

ম্যাচটি মুম্বাইয়ের বিপক্ষে ৫ উইকেটে হারে ব্যাঙ্গালোর। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মুম্বাই, দুই নম্বরে থাকা ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৪।