প্রথম ওয়ানডেতে নেই পাকিস্তানের শাদাব

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সহ-অধিনায়ক শাদাব খানকে পাচ্ছে না পাকিস্তান। পায়ের চোটে ভুগছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 06:11 PM
Updated : 29 Oct 2020, 08:31 AM

পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে বাম পায়ে চোট পান শাদাব।

বিবৃতিতে বলা হয়েছে, ২২ বছর বয়সী এই ক্রিকেটারের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলবে এবং দ্বিতীয় ওয়ানডের আগে তার চোটের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এই সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

প্রথম ওয়ানডের দল: ইমাম-উল-হক, আবিদ আলি, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (কিপার), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইমাম ওয়াসিম, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মুসা খান।