বিধ্বংসী সেঞ্চুরিতেও স্টোকসের অম্লমধুর স্বাদ

দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরিতে দলকে জেতালেন বেন স্টোকস। তার পরও যেন ঠিক উচ্ছ্বাসের জোয়ার নেই রাজস্থান রয়্যালসের এই ইংলিশ অলরাউন্ডারের মনে। ছন্দে ফিরতে একটু বেশিই যে সময় লাগল তার!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 05:12 AM
Updated : 26 Oct 2020, 05:12 AM

আইপিএলে রোববার স্টোকসের দারুণ ইনিংসেই মুম্বাইয়ের বড় রান টপকে যায় রাজস্থান। ১৯৬ রান তাড়ায় স্টোকস খেলেন ৬০ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস।

অসুস্থ বাবার পাশে থাকার জন্য এবারের আইপিএলের প্রথম ভাগে ছিলেন না স্টোকস। পরে দলে যোগ দিয়েও ফিরে পাচ্ছিলেন না আপন ছন্দ। তাকে এবার ওপেনিংয়ে ব্যাটিং করাচ্ছে রাজস্থান। এই ম্যাচের আগে ৫ ম্যাচে করতে পারেননি ফিফটি। তার ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনাও চলছিল বেশ।

এই সেঞ্চুরিতে দিয়ে ফর্মে ফেরা আর সমালোচনার জবাব, দুটিই হয়ে গেল স্টোকসের। তবে ম্যাচের পর তিনি বললেন মিশ্র অনুভূতির কথা।

“ সত্যি বলতে অম্লমধুর অনুভূতি। আমি নিজেও অবাক হয়েছি যে এই টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেতে কেন এতটা সময় লাগল। আরও দুই-তিন ম্যাচ আগে এরকম ইনিংস খেলতে পারলে ভালো লাগত। ফর্মে ফেরা সবসময়ই দারুণ। তবে এখন আমাদের শীর্ষ চারে কোয়ালিফাই করতে পারার সম্ভাবনা দুলছে।”

স্টোকসের বিশ্বাস, পরিবারের এই কঠিন সময়ে তার সেঞ্চুরিটি খানিকটা দাওয়াই হিসেবে কাজ করবে।

“ আমাদের পরিবারের জন্য সময়টা খুব কঠিন। আশা করি এই ইনিংস বাড়িতে একটু হলেও সবার মুখে হাসি ফোটাবে।”