দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডে পদত্যাগের হিড়িক

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামসসহ অন্তত ছয় জন বোর্ড সদস্য পদত্যাগ করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 12:53 PM
Updated : 25 Oct 2020, 12:53 PM

সিএসএ রোববার একাধিক টুইট বার্তায় তাদের সরে দাঁড়ানোর কথা জানায়।

গত বছর থেকে বেশ অস্থিরতা চলছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে পুরো বোর্ডকে গত শুক্রবার পদত্যাগ করতে বলেছিল বোর্ডের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেম্বার্স কাউন্সিল।

উইলিয়ামস, ডেনোভান মে, টেবোগো সিকো, অ্যাঞ্জেলো কারোলিসেন ও জন মোগোডি রোববার তাদের পদ থেকে সরে দাঁড়ান। পাঁচ জনই তাদের প্রদেশের মাধ্যমে বোর্ডে নির্বাচিত হয়েছিলেন। তারা বোর্ডের স্বাধীন সদস্য ছিলেন না। স্বাধীন বোর্ড সদস্য হিসেবে এখন পর্যন্ত পদত্যাগ করেছেন কেবল ডেভেন ধর্মালিঙ্গম। আরও তিন জন স্বাধীন সদস্য এখনও তাদের পদে রয়েছেন।

টুইটারে সিএসএ’র বিবৃতিতে বলা হয়েছে, এই সপ্তাহে বোর্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে তারা। সিএসএ ও ক্রিকেটের স্বার্থে বোর্ডকে যদি পদত্যাগ করতে হয়, তা তারা করবে।