গেইল স্মার্ট ক্রিকেটার: টেন্ডুলকার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2020 08:39 PM BdST Updated: 24 Oct 2020 08:39 PM BdST
-
ছবি: বিসিসিআই
ক্রিস গেইলকে স্রেফ বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে দেখেন না শচিন টেন্ডুলকার। তার মতে, ক্যারিবিয়ান এই ওপেনারও খেলেন মাথা খাটিয়ে। প্রতিপক্ষের বোলার বুঝে গেইলের ইনিংস সাজানোর প্রক্রিয়ায় মুগ্ধ ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। তার চোখে গেইল বেশ স্মার্ট একজন ক্রিকেটার।
চলতি আইপিএলে প্রথম অংশে দলের বাইরে থাকা গেইল ফিরেই জানান দেন নিজের সামর্থ্যের। তিন ম্যাচ খেলা কিংস ইলেভেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান এক ফিফটিতে এখন পর্যন্ত করেছেন ১০৬ রান। তিনটি ইনিংসেই উইকেট ও প্রতিপক্ষের বোলার বুঝে নিজের সহজাত ব্যাটিংটা করেছেন তিনি।
টেন্ডুলকার উদাহরণ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের। ওই ম্যাচে তুষার দেশপান্ডের এক ওভারে গেইলের তিন চার, দুই ছক্কার সুবাদে ২৬ রান তোলে পাঞ্জাব। টুইটারে এক ভিডিও বার্তায় শনিবার গেইলকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন টেন্ডুলকার।
“যখন গেইলের প্রসঙ্গ আসে, মানুষ কেবল তার বিধ্বংসী ব্যাটিং নিয়েই কথা বলে। আর এটাই তারা জানে। তবে অনেকেই একটা বিষয় খেয়াল করে না, গেইল খুবই স্মার্ট একজন ক্রিকেটার। সে ভয়ঙ্কর ব্যাটসম্যান, এটায় কোনো সন্দেহ নেই, একই সঙ্গে সে বেশ বুদ্ধিমানও।”
“তার যদি মনে হয়, কোনো বোলার তাকে আউট করার সামর্থ্য রাখে, তাহলে সে ওই বোলারের ওভারগুলো পার করে দিতে চায়। এরপর এক বা দুইজন বোলারকে টার্গেট করবে, যেমনটা দিল্লির তুষার দেশপান্ডেকে করেছিল। ওই ওভারে সে ২৬ রান নেয়।”
শুরুতে একটু সময় নিয়ে খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আসরে নিজের প্রথম ম্যাচেই ফিফটি তুলে নেন গেইল। প্রথম ১৪ বলে ৬ রান করা এই ব্যাটসম্যান পরে ফিফটি করেন ৩৬ বলে। গেইলের এমন বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের প্রশংসা করলেন টেন্ডুলকার।
“গেইল বেশ বুদ্ধিমান, ভাবার সুযোগ নেই যে, সে উইকেটে আসবে এবং প্রতি
বলেই মারবে। সে এটা করে না। উইকেটের ধরন,
গতি ও বোলার
কোথায় ভালো সেটা
আগে বুঝে। যখন সে উপলব্ধি করে, প্রতিপক্ষে এমন বোলার আছে,
যাকে আক্রমণ করা যায়, তখন সব কিছু উজাড় করে দেয়।”
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস