আবার ভেন্যু পাল্টাল পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আবার ভেন্যু পাল্টাল পাকিস্তান। বায়ুদূষণের জন্য লাহোরের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে রাওয়ালপিন্ডিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 05:31 PM
Updated : 23 Oct 2020, 05:31 PM

একই কারণে শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি চার ম্যাচ লাহোর থেকে করাচিতে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় পিসিবি। দ্রুতই নতুন সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

শুরুতে মুলতানে ওয়ানডে সিরিজ ও রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল পিসিবি। মুলতানে লজিস্টিক সমস্যার জন্য ওয়ানডে সিরিজ সরিয়ে নেওয়া হয় রাওয়ালপিন্ডিতে আর টি-টোয়েন্টি লাহোরে।

আরেক দফা পরিবর্তনের পর সব ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। আগের সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে হওয়ার কথা ৩০ অক্টোবর, পরের দুটি ১ ও ৩ নভেম্বর। ৭, ৮ ও ১০ নভেম্বর হওয়ার কথা তিনটি টি-টোয়েন্টি।