কপিলের হার্টে সফল অস্ত্রোপচার

হার্টের সমস্যায় অস্ত্রোপচার করাতে হয়েছে কপিল দেবকে। ভারতের কিংবদন্তি অলরাউন্ডার বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 11:00 AM
Updated : 23 Oct 2020, 11:10 AM

হুট করেই বৃহস্পতিবার অসুস্থ অনুভব করার পর দিল্লির ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয় কপিলকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরই করা হয় অস্ত্রোপচার।

এক বিবৃতি দিয়ে কপিলের অবস্থার উন্নতির কথা জানায় ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউট।

ভারতের হয়ে ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন কপিল। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে দেশটি। টেস্ট ইতিহাসে ৪০০ উইকেট ও ৫ হাজার রান করা একমাত্র ক্রিকেটার তিনি। ২০১০ সালে আইসিসির হল অফ ফেইমে তাকে যুক্ত করা হয়।

ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটারের সুস্থতা কামনা করেছেন অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, সুরেশ রায়নারা।