তাসকিন, রুবেলদের দেখে মুগ্ধ ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2020 09:04 PM BdST Updated: 22 Oct 2020 09:31 PM BdST
তাসকিন আহমেদ পুরোই বদলে ফেলেছেন নিজেকে। রুবেল হোসেন যেন ফিরে গেছেন তার সেরা সময়ে। লম্বা চোটের পর সৈয়দ খালেদ আহমেদ ফিরেছেন দারুণভাবে। করোনাভাইরাসের বিরতির সময় ও পরে ক্রিকেটারদের ওয়ার্ক এথিক দেখে মুগ্ধ রাসেল ডমিঙ্গো। এই সময়টায় ফিটনেস নিয়ে যেভাবে খেটেছেন ক্রিকেটাররা, কোনো প্রশংসাই সেটির জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ।
চলতি প্রেসিডেন্ট’স কাপে তাসকিন ও রুবেল দুর্দান্ত বোলিং করে চলেছেন। এই টুর্নামেন্টের আগে দুটি দুই দিনের ম্যাচেও তাসকিনের বোলিং ছিল দুর্দান্ত। খালেদ অসাধারণ কিছু না করলেও চোট কাটিয়ে আবার ছন্দে ফিরেছেন বলে মনে হয়েছে।
ফিটনেস নিয়ে তাদের এই নিবেদনের কথা উঠে এলো বৃহস্পতিবার রাসেল ডমিঙ্গোর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে।
“গত ছয়-সপ্তাহে ছেলেরা যা কাজ করেছে, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তাসকিনের শরীরের দিকে তাকান, দেখুন রুবেল কীভাবে ছুটছে এবং খালেদ ফিরে এসেছে বড় এক চোট থেকে। ফিটনেস নিয়ে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। আমরা চেষ্টা করছি ওদের স্কিলের উন্নতি করাতে এবং সর্বোচ্চ পর্যায়ে যেন পারফর্ম করতে পারে, তা নিশ্চিত করতে।”

সপ্তাহ তিনেক আগে আরেকটি সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে মুগ্ধতার কথা বলেছিলেন ডমিঙ্গো। সময়ের সঙ্গে তা বেড়েছে আরও।
“তাসকিন সবচেয়ে বড় যে কাজটি করেছে, ওয়ার্ক এথিক বদলে ফেলেছে। আগের চেয়ে এত বেশি পরিশ্রম করেছে সে…খুব ভালো শারীরিক অবস্থায় আছে এখন। এখন সে এক-দুই স্পেলের চেয়েও বেশি করতে পারে। তার পরের স্পেলগুলিও ছিল গতিময়, যা আমাদের জন্য সন্তুষ্টির। আমরা এটা নিশ্চিত করায় জোর দিচ্ছি, ছেলেরা যেন সকাল ১০ টা আর বিকেল ৫টায় একই গতিতে বল করতে পারে।”
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)