জন্ডির জায়গায় দ.আফ্রিকার প্রধান নির্বাচক এমপিটস্যাং

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন ভিক্টর এমপিটস্যাং। দেশটির সাবেক এই পেসার আগামী ২ নভেম্বর থেকে পুরোপুরিভাবে কাজে যোগ দিবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 02:14 PM
Updated : 21 Oct 2020, 02:18 PM

লিন্ডা জন্ডির উত্তরসূরি হিসেবে এমপিটস্যাংকে নিযুক্ত করার বিষয়টি বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক গ্রায়াম স্মিথ।

এমপিটস্যাংয়ের আন্তর্জাতিক অভিষেক ১৯৯৯ সালে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে খেলতেই থেমে যায় তার এই পথচলা। জাতীয় দলের হয়ে সুযোগ না মিললেও খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে।

১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯.৮০ গড়ে ২৪৫ উইকেট নেওয়া এই পেসার ক্রিকেটকে বিদায় বলে দেন ২০১২ সালে। ১০০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৮৮ উইকেট ও ২৩ টি-টোয়েন্টিতে ১৫ উইকেট আছে তার।

অবসরের পর গত আট বছরে দেশের ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে গেছেন এমপিটস্যাং। এবার সুযোগ পেলেন জাতীয় দলের সঙ্গে কাজ করার।