টানা দুই সেঞ্চুরিতে ধাওয়ানের অনন্য কীর্তি

১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৬৭ ম্যাচে কোনো সেঞ্চুরি ছিল না তার। সেই শিখর ধাওয়ান পরের দুই ম্যাচে করলেন দুই সেঞ্চুরি! প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে এমন কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 04:55 PM
Updated : 20 Oct 2020, 04:55 PM

দুবাইয়ে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৬ রান করেন ধাওয়ান। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রান তাড়ায় ৫৮ বলে করেছিলেন অপরাজিত ১০১।

পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলকে বলতে গেলে একাই টানেন ধাওয়ান। ২৮ বলে স্পর্শ করেন পঞ্চাশ। পরের ২৯ বলে পৌঁছে যান তিন অঙ্কে।

তার দারুণ সেঞ্চুরিতে দিল্লি ৫ উইকেটে তোলে ১৬৪ রান। ১২ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান ধাওয়ান। দলের আর কেউ ১৪ রানের বেশি করতে পারেননি।

ইনিংসটির পথে পঞ্চম ক্রিকেটার হিসেবে আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ধাওয়ান। অন্য চার জন হলেন-বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার।