হলুদের সাজে ব্যাটিং, সানজিদার জীবন সঙ্গীও ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2020 08:00 PM BdST Updated: 20 Oct 2020 08:31 PM BdST
মাঠের দুই মানুষ জুটি বেঁধেছেন জীবনের ইনিংসে। বিয়ের মতো জীবনের বড় এক অধ্যায়ের সঙ্গে যেন প্রিয় মাঠ জড়িয়ে থাকে, সেই ভাবনা ছিল সানজিদা ইসলামের। কিন্তু গায়ে হলুদের ছবি তুলতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে মাঠে নেমে যাবেন, এটা ভাবনাতেও ছিল না জাতীয় দলের এই নারী ক্রিকেটারের। অপ্রত্যাশিতভাবে দুই সতীর্থের ক্যামেরায় বন্দি হয়ে থাকা সেই মুহূর্ত এখন সানজিদার জন্য স্বপ্নের এক ছবি।
গত শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে গাঁটছড়া বাধেন সানজিদা। আগের দিন ছিল তার গায়ে হলুদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার গায়ে হলুদের ছবি তুলতে যান রংপুর স্টেডিয়ামে।

তার সেই ছবি তুমুল সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সানজিদার জন্য তা এসেছে আনন্দময় বিস্ময় হয়ে। হুট করেই তৈরি হওয়া সেই ফ্রেম এখন স্থায়ী জায়গা পেয়ে গেছে তার হৃদয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছবির পেছনের গল্প শোনালেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

বিয়ের পোশাকে মোটরসাইকেলে চড়ে ছবি তোলার শখ ছিল সানজিদার। তা পূরণ হয়নি। তবে গায়ে হলুদের সাজে তুলেছেন। আর মাঠের ওই ছবি তো বাকি আক্ষেপ পুরোপুরিই দূর করে দিয়েছে তার।

মীম মোসাদ্দেক প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে । ঢাকায় খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।
-
শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)