প্রথম ‘কোভিড বদলি’ ক্রিকেটার লিস্টার

ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ‘কোভিড-১৯ বদলি’। নিউ জিল্যান্ডের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের দল অকল্যান্ড মার্ক চ্যাপম্যানের বদলি হিসেবে খেলাচ্ছে বেন লিস্টারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 09:50 AM
Updated : 20 Oct 2020, 09:50 AM

নিউ জিল্যান্ডের হয়ে ৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলা চ্যাপম্যান সোমবার থেকে অসুস্থ। কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে তার। অন্তত ফল না আসা পর্যন্ত বাঁহাতি এই ব্যাটসম্যানের বদলি হিসেবে খেলবেন পেসার লিস্টার, মঙ্গলবার টুইটারে জানায় অকল্যান্ড ক্রিকেট।

ওটাগোর বিপক্ষে অকল্যান্ডের ম্যাচটি শুরু হয়েছে মঙ্গলবার, প্লাঙ্কেট শিল্ডের অন্যান্য ম্যাচের একদিন পর। প্রথম ইনিংসে বোলিং করে লিস্টার ৪০ রানে নিয়েছেন এক উইকেট। করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এলে এই ম্যাচের একাদশে আবারও ঢুকতে পারবেন চ্যাপম্যান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত জুনে টেস্ট ক্রিকেটে কোভিড বদলির অনুমতি দেয় আইসিসি। এরপর থেকে ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও মানা হচ্ছে এই নিয়ম।