মুস্তাফিজের কাছে অনেক প্রশ্ন শরিফুলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2020 05:56 PM BdST Updated: 18 Oct 2020 05:56 PM BdST
মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের পেস বোলিংয়ের বর্তমান হন, শরিফুল ইসলামকে অনায়াসেই বলা যায় ভবিষ্যৎ। দুজনই বাঁহাতি পেসার। উঠে আসার পথটাও প্রায় একই। এখন তারা দুজনই খেলছেন এক দলে। সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছেন শরিফুল। সিনিয়র বাঁহাতি পেসারের কাছ থেকে যতটা সম্ভব শিখে তরুণ সম্ভাবনাময় পেসার সমৃদ্ধ করছেন নিজেকে।
প্রেসিডেন্ট’স কাপে এই দুই পেসার খেলছেন তামিম ইকবাল একাদশে। মুস্তাফিজকে নিয়ে বলার বাকি আছে সামান্যই। শরিফুল উঠতি পেসারদের মধ্যে আলোচনায় আছেন বেশ কিছুদিন ধরে।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস আক্রমণের বড় ভরসা ছিলেন শরিফুল। আরও বড় পর্যায়ে খেলেছেন আগেই। যুব বিশ্বকাপ খেলার আগের বছরই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন দেশের মাটিতে, সফর করেছেন আয়ারল্যান্ডে। খেলেছেন বিসিবি একাদশে। ইমার্জিং দলের হয়েও খেলেছেন দেশে ও দেশের বাইরে।
যুব বিশ্বকাপের আগেই তিনি নজর কাড়েন প্রথম শ্রেণির ক্রিকেটে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে। খেলেছেন বিপিএলেও।
এত অল্প সময়ে এত জায়গায় তাকে সুযোগ করে দেওয়াই বলে দেয় তার প্রতিভা ও সামর্থ্যের ওপর দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ভরসা কতটা। যুব বিশ্বকাপের পর এবার তার আরও পরিণত হয়ে ওঠার পথে এগিয়ে যাওয়ার পালা। প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে ভালো না করলেও পরের ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি দেখালেন, ঠিক পথেই এগোচ্ছেন।
এই আসরে শরিফুল নিজের বড় প্রাপ্তি হিসেবে মানছেন জাতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলতে ও থাকতে পারা। মুস্তাফিজের সঙ্গ পাওয়া নিয়ে স্বাভাবিকভাবে বেশি রোমাঞ্চিত ১৯ বছর বয়সী এই পেসার।
“মুস্তাফিজ ভাই আছেন আমাদের দলে। আমি সবসময় উনাকে অনেক প্রশ্ন করি। উনি সুন্দরভাবে সব শেখান-বোঝান।”
এছাড়া দলের অন্যদের কাছ থেকেও তার শেখার তাড়না অনেক, জানালেন শরিফুল।
“তামিম ভাইয়ের দলে খেলছি, তিনি এখন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। অনেক সময়ই তিনি অনেক কিছু বলেন। নেটে বোলিংয়ের সময়, ড্রেসিং রুমেও তামিম ভাই অনেক সময় ব্যাটসম্যানদের দুর্বলতাসহ নানা কিছু বলেন, কীভাবে বল করতে হবে।”
“সাইফ উদ্দিন ভাই আছে। উনাকেও জিজ্ঞেস করি, বিপিএলে বা জাতীয় দলে খেলে উনি জানেন যে কোন ব্যাটসম্যান কোথায় বেশির ভাগ দুর্বল। সবার সঙ্গে ভাগাভাগি করে ভালো লাগছে। কিছু জিজ্ঞেস করলেই সবাই দারুণভাবে বুঝিয়ে দেয়। এটা খুব ভালো লাগছে, উপভোগ করছি।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল