নিজের সঙ্গে লড়াই সোহানের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2020 08:55 PM BdST Updated: 16 Oct 2020 08:55 PM BdST
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক চার বছর আগে, শেষ খেলেছেন দুই বছরের বেশি হলো। সুযোগ পেয়েও ধরে রাখতে পারেননি জায়গা। আক্ষেপ থাকলেও নুরুল হাসান সোহানের লড়াই এখন কেবল নিজের সঙ্গে। এই কিপার-ব্যাটসম্যান জানিয়েছেন, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকে তার।
করোনাভাইরাসের প্রকোপে সেই মার্চ থেকে বন্ধ দেশের ঘরোয়া ক্রিকেট। কদিন আগে আশা জাগিয়েও স্থগিত হয়ে গেছে শ্রীলঙ্কা সফর। সোহানের জন্য অবশ্য এই সফরে খেলার সম্ভাবনা ছিল সামান্যই। ঢাকা লিগ বা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটই এখন তার নিজেকে প্রমাণ করার মঞ্চ। কিন্তু সেগুলোও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ নামে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। সেখানে মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলছেন সোহান।
প্রথম ম্যাচে শান্ত একাদশের বিপক্ষে মাত্র ১৪ রানে আউট হন তিনি। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ান। তামিম একাদশের বিপক্ষে খেলেন ম্যাচ জেতানো ইনিংস। দলের বিপর্যয়ে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে জেতেন ম্যাচের সেরা ব্যাটসম্যানের পুরস্কার। বিসিবির মাধ্যমে শুক্রবার এক ভিডিও বার্তায়, ২৬ বছর বয়সী এই ক্রিকেটার নিজের সঙ্গে লড়াইয়ের কথা জানান।
“সত্যিকার অর্থে সবাই পারফর্ম করছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। আর প্রতিযোগিতা যদি করতে হয়, তাহলে সবসময় আমি চেষ্টা করি নিজের সঙ্গে নিজে লড়াই করার। এতে নিজের যে দুর্বলতাগুলো আছে সেগুলো সংশোধনের আর যে স্কিল আছে সেগুলোর অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকে।”
“অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছি। ঘরোয়া লিগগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যেকোনো টুর্নামেন্টে খেলি শতভাগ দেওয়ার চেষ্টা করি এবং নিজের কাছে সৎ থাকার চেষ্টা করি। দুর্বলতা যেগুলো আছে, ব্যাটিং ও উইকেটকিপিং নিয়ে আলাদা করে কাজ করার চেষ্টা করছি। যেখানেই সুযোগ আসুক নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত