পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু বদল

জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেট সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মুলতানে লজেস্টিক সমস্যার জন্য ওয়ানডে সিরিজ সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 02:04 PM
Updated : 11 Oct 2020, 02:04 PM

সিরিজের ভেন্যু পরিবর্তনের বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে পিসিবি। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মুলতানে ও রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল পিসিবি।

শুধু ভেন্যুতেই বদল এসেছে, খেলার দিনক্ষণে পরিবর্তন আসেনি। আগামী ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ নভেম্বর। তিনটি টি-টোয়েন্টি হবে ৭, ৮ ও ১০ নভেম্বর।

নভেম্বর-ডিসেম্বরে লাহোরে ধোঁয়ার সমস্যায় মূলত এই সময় সেখানে কোনো ম্যাচ আয়োজন করতে চায় না পিসিবি। কিন্তু মুলতানের লজেস্টিক সমস্যায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেখানে আয়োজন করতে হচ্ছে।

এরই মধ্যে চামু চিবাবার নেতৃত্বে শনিবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী ২০ অক্টোবর পাকিস্তানে পৌঁছে সাতদিন কোয়ারেন্টিনে থাকবে সফরকারী দল।