প্রতি দলে খেলতে পারবেন ১২ জন ক্রিকেটার

প্রেসিডেন্ট’স কাপে প্রতিটি দল খেলাতে পারবে ১২ জন করে ক্রিকেটার। তবে ব্যাটিং-বোলিং করবেন যথারীতি ১১ জন করে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 07:47 AM
Updated : 11 Oct 2020, 07:47 AM

রোববার আসরের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে ‘প্লেয়িং কন্ডিশন’ জানায় বিসিবি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশের লড়াই দিয়ে শুরু হয়েছে তিন দলের এই লড়াই।

প্লেয়িং কন্ডিশনে মূল চমক ‘টাই’ ম্যাচের ক্ষেত্রে। দুই দলের স্কোর সমান হলে সুপার ওভারের নিয়ম রাখা হয়েছে। সুপার ওভারও ‘টাই’ হলে আরও একটি সুপার ওভার হবে। সেখানেও দুই দলকে আলাদা করা না গেলে ১ পয়েন্ট করে পাবে প্রতি দল।

প্রাথমিক পর্ব শেষে তিন দলেরই পয়েন্ট সমান হলে বেশি জয় পাওয়া দুই দল খেলবে ফাইনালে। জয়ও সমান হলে দেখা হবে নেট রান রেট।

প্রতি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে খেলা শুরু হবে আগের দিনের স্কোর থেকে। ফাইনাল ম্যাচে রিজার্ভ ডেতেও জয়-পরাজয় নির্ধারণ করা না গেলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। প্রাইজমানিও ভাগাভাগি করা হবে।