নজর থাকবে যে তরুণদের ওপর
আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2020 09:55 PM BdST Updated: 10 Oct 2020 11:35 PM BdST
-
আফিফ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব
-
রকিবুল হাসান
-
তানজিদ হাসান তামিম
-
শরিফুল ইসলাম
-
আকবর আলি
তারকাদের নিয়ে বাড়তি আগ্রহ বরাবরই থাকে। প্রেসিডেন্ট’স কাপেও তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের পারফরম্যান্স নিয়ে থাকবে তুমুল কৌতূহল। তবে তরুণ ও উঠতি ক্রিকেটারদের জন্যও এই টুর্নামেন্ট হতে পারে আলো ছড়ানোর দারুণ মঞ্চ।
Related Stories
সাত মাস পর হতে যাচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্ট, মাঠে নামতে ও পারফর্ম করতে মরিয়া থাকবেন তাই সব ক্রিকেটারই। বিপিএল ছাড়া কোনো ঘরোয়া টুর্নামেন্টে দেশের শীর্ষ প্রায় সব ক্রিকেটারকে একসঙ্গে দেখা যায় না। প্রেসিডেন্ট’স কাপ এদিক থেকেও হতে যাচ্ছে অনন্য। তবে টুর্নামেন্টের ধরনের কারণেই তরুণদের সামনে থাকবে বড় সুযোগ।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অনেক ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটের উঠতি আরও অনেক ক্রিকেটার জায়গা পেয়েছেন টুর্নামেন্টের তিন দলে। পরের ধাপের ক্রিকেটের জন্য তারা কতটা তৈরি বা পিছিয়ে আছেন, সেটি পরখ করা যেতে পারে এখানে।
তরুণদের মধ্যে দেশের ক্রিকেটের নানা বাস্তবতা ও পারিপার্শ্বিকতায়, কয়েকজনকে নিয়ে আগ্রহ থাকবে একটু বেশিই।
আফিফ হোসেন
(শান্ত একাদশ)
অনেক দিন থেকেই তাকে মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। গত মার্চে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে, টি-টোয়েন্টি খেলেছেন ১২টি। খুব দারুণ কিছু এখনও করতে পারেননি। তবে ২১ বছর বয়সী অলরাউন্ডারের সম্ভাবনা নিয়ে সংশয় নেই বিন্দুমাত্র।
আগ্রাসী ঘরানার বাঁহাতি ব্যাটসম্যান তিনি, ব্যাট করতে পারেন নানা পজিশনে। ৫০ ওভারের ক্রিকেটে এখনও সেঞ্চুরি করতে পারেননি। তবে ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৫ সেঞ্চুরির পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে, বড় ইনিংস খেলার সামর্থ্য তার আছে। বুদ্ধিদীপ্ত অফ স্পিন দিয়ে কার্যকর হতে পারেন তিনি ইনিংসের বিভিন্ন পর্যায়ে।
ফিল্ডিংয়ে তিনি এখনই দেশের সেরাদের একজন। দেশের বর্তমান-সাবেক অনেক ক্রিকেটারের মতে, আফিফের মতো গতিময় ফিল্ডার বাংলাদেশে কখনোই আসেনি।
ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি তাকে নিয়ে বড় স্বপ্ন দেখার আরেকটি কারণ, ভয়ডরহীন মানসিকতা।
তাকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটের যে আশা, সেটি পূরণ করার পথে ছোট্ট একটি পদক্ষেপ হতে পারে এই টুর্নামেন্ট। এখানে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করলে সামনে সীমিত ওভারের ক্রিকেটে নিশ্চিতভাবেই তাকে নিয়মিত বিবেচনা করতে হবে জোর দিয়ে।
আমিনুল ইসলাম বিপ্লব
(মাহমুদউল্লাহ একাদশ)
জাতীয় দলে লেগ স্পিনারের খরা কাটানোর চেষ্টায় সবচেয়ে বড় বাজি আপাতত ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
বয়সভিত্তিক ক্রিকেটের ব্যাটিং অলরাউন্ডার হুট করেই এইচপির ক্যাম্পে লেগ স্পিন দিয়ে নজর কাড়া এবং লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে চলে আসা, গত বছর বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেটি। শুরু থেকেই দারুণ পারফর্ম করে আমিনুল বাড়িয়ে দিয়েছেন তাকে নিয়ে স্বপ্নের সীমানা। বাংলাদেশ দলের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন তিনি ১০ উইকেট।
টি-টোয়েন্টি দলে তিনি নিয়মিত হয়ে উঠছেন। পরের ধাপ ওয়ানডে ক্রিকেট। আন্তর্জাতিক ওয়ানডের জন্য কতটা তৈরি এই লেগ স্পিনার কিংবা কতটা পথ পাড়ি দিতে হবে এখনও, সেটির ধারণা মিলতে পারে এই ওয়ানডে টুর্নামেন্ট থেকে।
রকিবুল হাসান
(মাহমুদউল্লাহ একাদশ)

রকিবুল হাসান
এবার সিনিয়র ক্রিকেটে নিজেকে তার মেলে ধরার পালা। গত মার্চে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা তিনি ভালো করেছিলেন। বোলিং স্কিলের সঙ্গে ১৮ বছর বয়সী স্পিনারের বড় সম্পদ আগ্রাসী ও লড়িয়ে মানসিকতা।
আব্দুর রাজ্জাক বিবেচনার বাইরে যাওয়ার পর থেকে সীমিত ওভারে সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে নিয়মিত কাউকে পায়নি বাংলাদেশ। ঠিক পথে থাকলে রকিবুলের মধ্যে আছে সেই শূন্যতা পূরণের সব উপাদান। এই টুর্নামেন্ট থেকেই হতে পারে ভবিষ্যতের পানে তার হাঁটা।
তানজিদ হাসান তামিম
(তামিম একাদশ)

তানজিদ হাসান তামিম
শুধু বয়সভিত্তিক ক্রিকেটে নয়, প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি ঘরোয়া ক্রিকেটেও। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে একটি সেঞ্চুরিসহ করেছিলেন ৩৭১ রান। এবার ঢাকা লিগ স্থগিত হওয়ার আগে একমাত্র ম্যাচে করেছেন ৫৯। যুব বিশ্বকাপের পর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে খেলেছেন ৮২ রানের ইনিংস। ফেব্রুয়ারিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের ম্যাচে সাত নম্বরে নেমে খেলেছিলেন ৯৯ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস।
তার প্রতিভা ও সামর্থ্যের প্রমাণ দেওয়ার আরেকটি মঞ্চ হতে পারে এই টুর্নামেন্ট। ছেলেবেলার নায়ক তামিম ইকবালের নেতৃত্বে খেলবেন তিনি, ইনিংস শুরু করবেন তার সঙ্গে। ১৯ বছর বয়সী ব্যাটসম্যানের রোমাঞ্চও তাই বাড়তি থাকার কথা!
শরিফুল ইসলাম
(তামিম একাদশ)

শরিফুল ইসলাম
শুরুর দিকে তার গতি ছিল দারুণ, তবে সুগঠিত ছিল না শরীর, অ্যাকশন ছিল না মসৃণ। সময়ের সঙ্গে শরীর পোক্ত হয়েছে, অ্যাকশন আরেকটু ভালো হয়েছে। গতি যদিও একটু কমেছে, তবে সময়ের সঙ্গে তা বাড়ানোর সুযোগ আছে। সুইং করাতে পারার ক্ষমতা তার সহজাত। নিজেকে গড়ে নিতে পারলে জাতীয় দলের জন্য হতে পারেন বড় সম্পদ। ১৯ বছর বয়সী এই পেসারের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এই টুর্নামেন্ট।
আকবর আলি
(তামিম একাদশ)

আকবর আলি
প্রত্যাশার যে ভার তার ওপর এখনই চেপে বসেছে, সেটিকে ঠেলে সামনে এগিয়ে যাওয়া কঠিন। তবে চ্যালেঞ্জ জয়ের রসদ যে তার ভেতর আছে, সেই প্রমাণও নানা সময়ে রেখেছেন। তার ওপর তাই ভরসা রাখাই যায়।
তামিম একাদশের স্কোয়াডে এনামুল হক ও মোহাম্মদ মিঠুন আছেন বলে শুরুর দিকে আকবরের সুযোগ পাওয়াটা হবে কঠিন। তবে যখনই মাঠে নামবেন, তার দিকে দৃষ্টি রাখতে হবেই।
-
ফিঞ্চ ঝড়ের পর বোলারদের দাপটে সমতায় অস্ট্রেলিয়া
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
-
স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
-
৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
-
স্পিনারদের দাপটে দুইশ পেরিয়েই শেষ ইংল্যান্ড
-
পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত
-
ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ