প্রায় ৩৭ লাখ টাকা প্রাইজমানির টুর্নামেন্ট

তিন দলের প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্ট জমিয়ে তুলতে আয়োজনের কমতি রাখছে না বিসিবি। প্রতিদ্বন্দ্বিতার আবহ গড়ে তুলতে ও ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে দলীয় পুরস্কারের পাশাপাশি থাকছে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কারের ছড়াছড়ি। সব মিলিয়ে প্রাইজমানির আর্থিক অঙ্ক ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2020, 01:03 PM
Updated : 10 Oct 2020, 05:35 PM

তামিম ইকবাল একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল হাসান শান্ত একাদশকে নিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে রোববার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ হবে দিন-রাতের, সবকটিই শুরু দুপুর দেড়টা থেকে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা, রানার্সআপ দল সাড়ে ৭ লাখ। ম্যান অব দা টুর্নামেন্টের জন্য থাকছে ২ লাখ টাকা।

আসরের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে।

ফাইনালের ম্যাচ সেরার জন্যও থাকছে ১ লাখ টাকা। প্রাথমিক পর্বের প্রতি ম্যাচের ম্যাচ সেরা পাবেন ৫০ হাজার টাকা করে।

এছাড়াও টুর্নামেন্টের ৭ ম্যাচের প্রতিটিতেই আলাদা করে থাকছে ম্যাচের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা ফিল্ডারের পুরস্কার। তারা পাবে ২৫ হাজার টাকা করে।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে বিসিবির অফিসিয়াল ফেইসবুক পাতা থেকে (www.facebook.com/bcbtigercricket)। এছাড়াও ধারা বিবরণী শোনা যাবে বাংলাদেশ বেতারে।

তিন দল:

তামিম একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ড বাই: শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা

মাহমুদউল্লাহ একাদশ:  

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, রুবেল হোসেন, আবু হায়দার,  মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব। (আগে ঘোষিত দলে মূল স্কোয়াডে মৃত্যুঞ্জয় চৌধুরির নাম থাকলেও পরে তার চোটের কারণে স্ট্যান্ড বাই থেকে নেওয়া হয়েছে আবু হায়দারকে)।

স্ট্যান্ড বাই: সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

শান্ত একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সাদমান ইসলাম, তানভির ইসলাম।

টুর্নামেন্টের সূচি:

১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ

১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ

১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ

১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ

১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ

২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ

২৩ অক্টোবর: ফাইনাল