কোহলি-রোহিতদের আগে ওয়ার্নারের ‘পঞ্চাশ’

আইপিএলে সবচেয়ে বেশি রানের তালিকায় ডেভিড ওয়ার্নারের ওপরে আছেন রোহিত শর্মা, সুরেশ রায়না ও বিরাট কোহলি। তবে একটি মাইলফলকে সবার আগে পৌঁছে গেলেন ওয়ার্নার। আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশটি পঞ্চাশ ছোঁয়া স্কোর এলো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ব্যাট থেকেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2020, 04:14 AM
Updated : 9 Oct 2020, 04:14 AM

আইপিএলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪০ বলে ৫২ রানের ইনিংসটি দিয়ে এই মাইলফলকে পা রাখেন ওয়ার্নার।

আইপিএলে এটি তার ৪৬তম ফিফটি। সঙ্গে সেঞ্চুরি আছে চারটি।

আইপিএলে কেবল দুটি দলের হয়েই খেলেছেন ওয়ার্নার। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৫৭ ম্যাচ খেলে তার সেঞ্চুরি ২টি, ফিফটি ১০টি। ব্যাটিং গড় ২৮.৫৪। সানরাইজার্সের হয়ে ৭৭ ম্যাচে সেঞ্চুরি ২টি, ফিফটি ৩৬টি। ব্যাটিং গড় ৫৩.৮১।

পঞ্চাশ ছোঁয়া স্কোরে ওয়ার্নারের পরেই আছেন কোহলি। ৪২ ইনিংসে পেয়েছেন তিনি এই সাফল্য, যেখানে সেঞ্চুরি ৫টি ও ফিফটি ৩৭টি।

রায়না ও রোহিতের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ৩৯টি, দুজনেরই সেঞ্চুরি ১টি, ফিফটি ৩৮টি। এবি ডি ভিলিয়ার্স পঞ্চাশ ছুঁয়েছেন ৩৮ বার, সেখানে সেঞ্চুরি ৩টি, ফিফটি ৩৫টি।