পরখ করে দেখতে এইচপি দলে নোমান-রেজাউর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2020 07:29 PM BdST Updated: 07 Oct 2020 07:29 PM BdST
ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে মাত্রই পথচলা শুরু করেছেন নোমান চৌধুরি সাগর ও রেজাউর রহমান। খুব একটা পরিচিত মুখ হয়ে ওঠেননি এখনও। দারুণ নজরকাড়া কিছুও করতে পারেননি। হাই পারফরম্যান্স (এইচপি) দলে দুজনের জায়গা পাওয়াটা তাই একটু চমকে যাওয়ার মতোই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, সম্ভাবনাময় বলেই এই দুই পেসারকে নেওয়া হয়েছে এইচপি স্কোয়াডে।
এবারের এইচপি স্কোয়াডে সবচেয়ে বেশি ক্রিকেটার রাখা হয়েছে পেসার ক্যাটাগরিতে, ৯ জন। সেখানে নোমান ও রেজাউরের নাম দুটিই কৌতূহল জাগানিয়া।
গত অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক নোমানের। ১৯ বছর বয়সী পেসার চট্টগ্রাম ও পূর্বাঞ্চলের হয়ে মোট ৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, প্রাপ্তি মোটে ৭ উইকেট। গত অক্টোবরেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি যুব টেস্টে নিয়েছিলেন ২ উইকেট।
তুলনায় রেজাউর অবশ্য একটু পরিচিত। ঘরোয়া ক্রিকেটে শুরুতে একটু সাফল্যের স্বাদও পেয়েছেন। সিলেট ও পূর্বাঞ্চলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। ইনিংসে ৪ ও ৫ উইকেট শিকার করেছেন একবার করে। গত ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে নিয়েছেন ৪ উইকেট।
তবে পারফরম্যান্স নয়, মিনহাজুল দেখছেন এই দুই পেসারের সম্ভাবনা।
“ওদের মধ্যে কিছু একটা দেখেছি বলেই আমরা নিয়েছি। নোমানের গতি বেশ ভালো। রেজাউরের গতিও খারাপ নয়। দুজনই ভালো জায়গায় বল করে যেতে পারে টানা। এজন্যই ওদেরকে চম্পকা রামানায়েকের হাতে (এইচপির বোলিং কোচ) দিচ্ছি, যদি গড়ে নিতে পারে।”
মিনহাজুল জানালেন, এইচপি ক্যাম্পের প্রথম এক মাস হবে পেসারদের জন্য একরকম পরীক্ষার সময়।
“পেসারদের যে ৯ জন আছে, এক মাস পর আমরা সেখান থেকে ৬ জনে নামিয়ে আনতে পারি। এই এক মাস দেখব, ওদের সত্যিকারের সামর্থ্য কতটুকু। শুধু নোমান ও রেজাউর নয়, সব পেসারকেই দেখব। কতটা ওরা ধারণ করতে পারে, কত দূর ওদেরকে এগিয়ে নেওয়া যেতে পারে, কতটা কষ্ট করতে পারে, কেমন শিখতে পারে, সবই দেখা হবে। তারপর যার জন্য যে ব্যবস্থা প্রয়োজনীয়, সেটা নেওয়া হবে।”
“আমরা ওদের সুযোগটা করে দিচ্ছি। বাকিটা ওদের হাতে। যদি ওরা কষ্ট করতে পারে, নিজেদের পথে রাখতে পারে, তাহলে ওদেরই লাভ, দেশের ক্রিকেটেরও লাভ। না পারলে ঝরে যাবে।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের