এইচপি দলে থাকছেন শামীমও
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2020 06:37 PM BdST Updated: 07 Oct 2020 06:37 PM BdST
প্রথমে ঘোষিত দলে না থাকলেও হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে নেওয়া হয়েছে শামীম হোসেনকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে এইচপি স্কোয়াড এখন ২৬ জনের।
চারটি ক্যাটাগরিতে মোট ২৫ জনের এইচপি স্কোয়াড ঘোষণা করা হয় মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার থেকে তাদের অনুশীলন শুরু হয়ে গেছে।
এই দলে জায়গা পেয়েছেন গত যুব বিশ্বকাপে শিরোপা জয়ী দলের অনেকেই। সেখানে শামীমের নাম না থাকাটা জন্ম দেয় প্রশ্নের। এই প্রজন্মের দারুণ প্রতিভাবান ও সম্ভাবনাময় একজন হিসেবেই মনে করা হয় এই অলরাউন্ডারকে।
নির্বাচক হাবিবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন আগের ঘোষিত দলে শামীমকে না রাখার কারণ।
“এইচপি দলের তো শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। মূলত সেই ভাবনাতেই দল গড়া হয়েছিল। শ্রীলঙ্কায় ম্যাচ খেলার কথা ছিল দলটির। কিন্তু নিষেধাজ্ঞার কারণে শামীম ম্যাচ খেলতে পারত না। এজন্যই রাখা হয়নি। যেহেতু ম্যাচ খেলা হচ্ছে না আপাতত, শুধু অনুশীলনে কোনো সমস্যা নেই। এজন্যই আবার ওকে যুক্ত করা হয়েছে।”
গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় দুই দলের ৫ ক্রিকেটারের শাস্তি হয়েছিল। বাংলাদেশ থেকে সেই তালিকায় ছিলেন শামীম, তৌহিদ হৃদয় ও রকিবুল হাসান। শামীম পেয়েছিলেন ৬টি ডিমেরিট পয়েন্ট।
বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশা খুব বেশি পূরণ করতে পারেননি শামীম। তবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বল হাতে। এখনও পর্যন্ত ১টি প্রথম শ্রেণির ও ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি