বৃষ্টির পর তামিম-সাদমানের ব্যাটিং ঝলক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020 06:46 PM BdST Updated: 06 Oct 2020 06:46 PM BdST
সাদমান ইসলামের স্টান্সে বদল আনার কাজ চলছে। কোচ রাসেল ডমিঙ্গো কদিন আগে বলেছিলেন, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তবে সাদমান দেখালেন, মানিয়ে নিতে শুরু করেছেন তিনি দ্রুতই। দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিনে এই বাঁহাতি ওপেনার খেললেন দুর্দান্ত এক ইনিংস। সাড়ে ৬ মাস পর খেলতে নেমে দাপুটে ফিফটি উপহার দিলেন তামিম ইকবালও।
প্রথম দুই দিনের ম্যাচে বাইরে থাকা তামিম মাঠে নেমেই করেছেন ১০ চারে ৮০ বলে ৬৪ রান। সাদমানের ব্যাট থেকে এসেছে ৮ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৩। দুই ওপেনারের সৌজন্যে দুই দিনের অনুশীলন ম্যাচে ওটিস গিবসন একাদশকে হারিয়েছে রায়ান কুক একাদশ।
দুই দিনের ম্যাচে জয়-পরাজয় আসা এমনিতে খুব কঠিন। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই মিরপুরে ছিল তুমুল বৃষ্টি। ম্যাচের ভাগ্য পড়ে গিয়েছিল শঙ্কায়। শেষ পর্যন্ত যখন খেলা শুরু হলো, দিনের অর্ধেক তখন পেরিয়ে গেছে। তাতে বদলে গেল ম্যাচের রূপ। বড় দৈর্ঘ্যের ম্যাচ তখন হয়ে গেল ওয়ানডে। ৪৩ ওভারে রায়ান কুক একাদশকে লক্ষ্য দেওয়া হয় ২০০।

৩০ রানে কিপার লিটন দাসের হাতে জীবন পেয়ে তামিম ফিফটি স্পর্শ করেন ৬৬ বলে। শেষ পর্যন্ত তার বিদায়েই ভাঙে ১০৭ রানের উদ্বোধনী জুটি। অফ স্পিনার নাঈমকে দৃষ্টিনন্দন এক কাভার ড্রাইভে চার মারার পর উড়িয়ে মেরেছিলেন বেরিয়ে এসে। লং অফে দুর্দান্ত ক্যাচ নেন রুবেল হোসেন।
নাঈম একটু পর বোল্ড করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুমিনুল হককে। প্রথম ম্যাচে ব্যর্থ মুশফিকুর রহিম রান পাননি এ দিনও। রুবেলের একটি লেংথ বল পুল করতে গিয়ে টেনে আনেন স্টাম্পে।
তবে সাদমান এগিয়ে নেন দলকে। মুস্তাফিজ-ইবাদতের বলে দারুণ কয়েকটি পুল খেলেন তিনি। মোসাদ্দেক হোসেনকে ওড়ান মাথার ওপর দিয়ে। পরে মোসাদ্দেকের স্টাম্প সোজা বল কাট করতে গিয়ে বোল্ড হয়ে শেষ হয় তার সেঞ্চুরির সম্ভাবনা।

দুই দিনের দুটি ম্যাচ শেষে আপাতত ক্রিকেটারদের তিন দিনের ছুটি। জৈব-সুরক্ষা বলয় ছেড়ে তারা চলে গেছেন যার যার বাসায়। কয়েক জন থাকছেন একাডেমিতে। আরেক দফা করোনাভাইরাস পরীক্ষার পর শনিবার আবার বলয়ে ঢুকবেন তারা। রোববার থেকে শুরু ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওটিস গিবসন একাদশ: ২৪৮/৮
রায়ান কুক একাদশ: (লক্ষ্য ৪৩ ওভারে ২০০) ৪১.৪ ওভারে ২০১/৪ (তামিম ৬৪, সাদমান ৮৩, মুমিনুল ১০, মুশফিক ১১, ইয়াসির ২৪*, মিঠুন ৩*; মুস্তাফিজ ৭.৪-০-৩৮-০, ইবাদত ৯-০-৪০-০, নাঈম ৯-০-৪৯-২, রুবেল ৭-০-৩৩-১, মাহমুদউল্লাহ ৪-০-১৮-০, মোসাদ্দেক ৫-০-২১-১)।
-
অপেক্ষার প্রহর পেরিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য প্রদেশ
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল