কোমা থেকে চিরঘুমে আফগান ক্রিকেটার নাজিব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020 11:28 AM BdST Updated: 06 Oct 2020 11:28 AM BdST
সড়ক দুর্ঘটনার পর চার দিন ধরে কোমায় ছিলেন নাজিব তারাকাই। সেখান থেকে আর ফেরা হলো না এই আফগান ব্যাটসম্যানের। ২৯ বছর বয়সেই চলে গেলেন আগ্রাসী এই টপ অর্ডার ব্যাটসম্যান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার সকালে টুইটারে নিশ্চিত করে নাজিবের মৃত্যুর খবর।
গত শুক্রবার জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন নাজিব। সেই রাতেই নানগারহারের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু তার পরও কাটেনি সঙ্কট। আফগান বোর্ড পরে জানিয়েছিল, যখনই সম্ভব হবে, নাজিবকে রাজধানী কাবুলে কিংবা প্রয়োজন দেশের বাইরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই সুযোগ শেষ পর্যন্ত হলো না।
আফগানিস্তানের হয়ে ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন নাজিব। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক। শেষ ম্যাচটিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই, গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে।
২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৭.২০ গড়ে করেছেন তিনি ২ হাজার ৩০ রান, সর্বোচ্চ ২০০। অফ স্পিনে নিয়েছেন ২১ উইকেট। সবশেষ গত মাসে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন নাজিব, ২২ বলে করেছিলেন ৩২ রান।
ক্রিকেট খেলাটির সঙ্গে পরিসংখ্যানে সম্পর্ক এতটাই গভীর, মৃত্যুর মতো ব্যাপারের সঙ্গেও জড়িয়ে থাকে রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে পৃথিবী ছেড়ে যাওয়া দ্বিতীয় ক্রিকেটার নাজিব। ২০১২ সালে ২৫ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ। আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে নাজিবের চেয়ে কম বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ৬ জন।
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
রাজার জরিমানা
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
-
বাদ পড়ে অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল