ইমরুলের মনেই হচ্ছে না, বোলাররা ক্রিকেটের বাইরে ছিল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2020 06:54 PM BdST Updated: 05 Oct 2020 07:39 PM BdST
দীর্ঘদিন পর ম্যাচ হচ্ছে, সবার জন্যই সুযোগ নিজেদের অবস্থা পরখ করার। ইমরুল কায়েসের এখনও পর্যন্ত যা উপলব্ধি, তার মনেই হচ্ছে না বোলাররা দীর্ঘদিন পর খেলতে নেমেছে। দুটি ম্যাচেই বোলারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করলেন এই ওপেনার।
নিজেদের মধ্যে দুটি দুই দিনের ম্যাচ দিয়ে সাড়ে ৬ মাস পর ম্যাচের আবহে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুক্র ও শনিবার ছিল প্রথম ম্যাচ। সোমবার শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ।
এই তিন দিনে তুলনামূলক বিবেচনায় বোলারদের পারফরম্যান্সই ছিল ভালো। দুই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। ইবাদত হোসেন, হাসান মাহমুদের বোলিংও ছিল বেশ ভালো। খারাপ করেননি সৈয়দ খালেদ আহমেদ, সাইফ উদ্দিনরা।
প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন মুমিনুল হক। তবে ব্যাটসম্যানদের কয়েকজনকে ভুগতে দেখা যায় অনেক, থিতু হয়ে আউট হন বেশ কয়েকজন।
দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে ইমরুল এজন্য কৃতিত্ব দিলেন বোলারদের।
“সাধারণত যেটা হয়, এরকম একটা বিরতির পরে প্রত্যেক ক্রিকেটার প্রথম দুইটা ম্যাচে একটু ক্যাজুয়াল বা নার্ভাস থাকে ব্যাটিং-বোলিংয়ে। কিন্তু আমার মনে হয়, সবাই নিজের কাজটা যথাযথভাবে করেছে এই বিরতিতে। বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বোলার শতভাগ এফোর্ট ও ছন্দে বোলিং করেছে। মনেই হয়নি যে আসলে তারা ক্রিকেটের বাইরে ছিল।”
“প্রফেশনালি প্রত্যেকটা ক্রিকেটারই সিরিয়াস হয়েছে, যেটা আমদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা চেষ্টা করেছে উইকেটে থেকে রান করার। সহজে রান করতে পারেনি, বোলাররা সহজে রান করতে দেয়নি, কষ্ট করেই রান করতে হয়েছে।”
ইমরুল নিজে প্রথম ম্যাচে তাসকিনের বলে আউট হয়েছিলেন ৭ রানে। সোমবারও তিনি ফিরেছেন তাসকিনের বলে, তবে এ দিন করতে পেরেছেন ৫৯ রান।
যদিও ইনিংসটি বড় করতে পারেননি আরও, ইমরুল তবু খুশি নিজের দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সে।
“প্রথম ম্যাচটিতে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে, অনেক দিন পর ম্যাচ ছিল। তারপরও কয়েকজন ভালো খেলেছে। আমি যদিও ভালো করতে পারিনি। এই ম্যাচে অনেক ফোকাস ছিল, পরিকল্পনা মতো ব্যাটিং করতে পেরেছি যেভাবে চেয়েছিলাম।”
-
অপেক্ষার প্রহর পেরিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য প্রদেশ
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল