তিন দিনের ম্যাচের বদলে তিন দলের ওয়ানডে সিরিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2020 08:30 PM BdST Updated: 03 Oct 2020 08:30 PM BdST
দুই দিনের দুটি অনুশীলন ম্যাচের পর আরেকটি তিন দিনের ম্যাচ করার ভাবনা থেকে সরে এসেছে বিসিবি। নতুন পরিকল্পনায় আয়োজন করা হচ্ছে তিন দলের একটি ওয়ানডে সিরিজ।
স্কিল ক্যাম্পে ম্যাচ অনুশীলনের অংশ হিসেবে প্রথম দুই দিনের ম্যাচটি হয়ে গেল শুক্র ও শনিবার। দ্বিতীয় দুই দিনের ম্যাচ সোম ও মঙ্গলবার। ক্যাম্পের সূচি অনুযায়ী এরপর হওয়ার কথা ছিল তিন দিনের ম্যাচ। সেটির বদলেই এখন হবে ৫০ ওভারের সংস্করণের সিরিজ।
জৈব-সুরক্ষা বলয়ের চলতি স্কিল ট্রেনিং ক্যাম্পে থাকা ২৭ ক্রিকেটারের সঙ্গে সম্ভাব্য হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারদের যোগ করে তিন দলে ভাগ করা হবে ক্রিকেটারদের। এইচপির ক্রিকেটাররাও ঢুকে যাবেন জৈব-সুরক্ষা বলয়ে। প্রতি দল পরস্পরের মুখোমুখি হবে দুইবার করে। সিরিজটি শুরুর সম্ভাব্য সময় আগমী ১১ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই সিরিজ নিয়ে সম্ভাব্য একটি ধারণা দিলেন আকরাম খান।
“শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাওয়ার পর মূলত আমরা ভাবনায় পরিবর্তন এনেছি। সব ফরম্যাটেই ম্যাচ অনুশীলন করতে চাই আমরা। দুই দিনের দুটি ম্যাচ হচ্ছে, টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। ওয়ানডের অনুশীলনের জন্য তাই এই সিরিজটি করতে চাচ্ছি আমরা। ১০ তারিখের পর হবে এই সিরিজ।”
“এখানে ফাইনাল থাকবে কিনা বা খুঁটিনাটি আরও অনেক কিছু এখনও ছুড়ান্ত হয়নি। তবে সব ঠিক থাকলে সিরিজটি হচ্ছে, এটি নিশ্চিত। এইচপির যে ছেলেরা আসবে, ওরাও হোটেলে উঠবে। আপাতত আমরা নিজেদের মধ্যে এসব ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটেই বেশি জোর দেব।”
একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের যে ঘোষণা বিসিবি সভাপতি নাজমুল হাসান দিয়েছেন কিছুদিন আগে, সেটির অগ্রগতিও জানালেন আকরাম।
“টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কাজও এগিয়ে চলছে। এখনও যদিও নিশ্চিত নয়, কর্পোরেট টুর্নামেন্ট হবে নাকি আমাদের তিন দল নিয়ে, সেটা এখনও ঠিক হয়নি। তবে এই টুর্নামেন্ট আমরা নিশ্চিতভাবেই করব।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের