সড়ক দুর্ঘটনার পর কোমায় আফগানিস্তানের নাজিব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2020 04:55 PM BdST Updated: 03 Oct 2020 06:11 PM BdST
-
ছবি: আফগানিস্তান ক্রিকেট
সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার নাজিব তারাকাই। হাসপাতালে চিকিৎসাধীন এই ওপেনার কোমায় আছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে শনিবার জানায়, নাজিবের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করছে বোর্ড।
গণমাধ্যমের খবর, গত শুক্রবার জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন নাজিব। সেই রাতেই নানগারহারের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু এখনও সঙ্কট কাটেনি।
এসিবির সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ টুইট করে জানান, গত ২২ ঘণ্টা ধরে অজ্ঞান অবস্থায় আছেন নাজিব।
এদিকে এসিবি জানিয়েছে, নাজিবের শারীরিক অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমতি পেলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাবুলে বা আফগানিস্তানের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় বোর্ড।
আফগানিস্তান জাতীয় দলে ২০১৪ সালে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় নাজিবের। এখন পর্যন্ত দেশের হয়ে এক ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাংলাদেশের বিপক্ষে, ২০১৯ সালের সেপ্টেম্বরে।
-
লঙ্কানদের চারশর আগে থামাতে চায় বাংলাদেশ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা