মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে লঙ্কানদের ছাড়িয়ে বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ভালো করার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির মেয়েদের ওয়ানডে দলের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে আট নম্বরে উঠেছে রুমানা আহমেদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 03:39 PM
Updated : 2 Oct 2020, 03:39 PM

র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর এসেছে এই পরিবর্তন। আইসিসি শুক্রবার বিবৃতি দিয়ে প্রকাশ করেছে সেটি।

এই হালনাগাদে ২০১৯-২০ মৌসুমে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনা এসেছে পঞ্চাশ শতাংশ করে।

হালনাগাদে বাংলাদেশের ওয়ানডে রেটিং পয়েন্ট বেড়েছে ৭। রুমানার দলের পয়েন্ট এখন ৬১। শ্রীলঙ্কা ৮ পয়েন্ট হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে নিচে নেমে গেছে। টি-টোয়েন্টিতে ২০২ পয়েন্ট নিয়ে আটে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পয়েন্ট ১৯২, তারা নয় নম্বরে।

পয়েন্টের দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশি উন্নতি করেছে কেবল অস্ট্রেলিয়া। ৮ বেড়ে তাদের পয়েন্ট হয়েছে ১৬০। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তারা রয়েছে শীর্ষে।

নিউ জিল্যান্ডকে টপকে টি-টোয়েন্টিতে তিনে উঠে গেছে ওয়ানডেতে দুইয়ে থাকা ভারত। ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলে চার নম্বরে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টিতে দুই নম্বরে থাকা ইংল্যান্ড ওয়ানডেতে আছে তিনে।