বলে লালা লাগিয়ে আলোচনায় উথাপা

একসময় যেটি ছিল নিয়মিত চিত্র, এখন সেটিই বড় ঘটনা। বলে লালা লাগানো নিষিদ্ধ হলেও আইপিএলের ম্যাচে এই কাজ করে আলোচনার খোরাক জুগিয়েছেন রবিন উথাপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 03:39 AM
Updated : 1 Oct 2020, 03:39 AM

দুবাইয়ে বুধবার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচের তৃতীয় ওভারের ঘটনা সেটি। রাজস্থানের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের বলে কলকাতার ওপেনার সুনিল নারাইনের সহজ ক্যাচ ছাড়েন উথাপা।

এরপরই উথাপাকে দেখা যায় শুরুতে বল ট্রাউজারে একটু ঘষে হাতে লালা নিয়ে বলে লাগাতে। একবারই অবশ্য দেখা গেছে তাকে এটি করতে।

কোভিড-১৯ পরিস্থিতিতে ক্রিকেটে যেসব নিয়মের সাময়িক পরিবর্তন এনেছে আইসিসি, তার মধ্যে একটি, বলে লালা লাগানো নিষিদ্ধ হওয়া। তবে বল উজ্জ্বল করতে ঘাম ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী, বলে লালা ব্যবহার করলে একটি দলকে দুইবার পর্যন্ত সতর্ক করে দিতে পারবেন আম্পায়াররা। বারবার করলে পেনাল্টি হবে ৫ রান।