হারের ‘দায়’ মিসবাহর, আফ্রিদি বললেন ‘ভুল’

মিসবাহ-উল-হকের মন্থর ব্যাটিংয়ের কারণে হেরেছিল পাকিস্তান, শহিদ আফ্রিদির এমন একটি মন্তব্য প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। কিন্তু আফ্রিদি বলছেন, তার বক্তব্য ভুল ভাবে প্রকাশিত হয়েছে ওই লেখায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 06:12 AM
Updated : 30 Sept 2020, 06:12 AM

আলোচিত এই ম্যাচটি ২০১১ বিশ্বকাপের সেমি-ফাইনাল। ভারতের বিপক্ষে মোহালির সেই ম্যাচে আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান হেরেছিল ২৯ রানে।

২৬১ রান তাড়ায় সেদিন পাঁচ নম্বরে নেমে ৭৬ বলে ৫৬ করেছিলেন মিসবাহ। তার ব্যাটিংয়ের ধরন নিয়ে তখন তুমুল সমালোচনা হয়েছিল। বিতর্ক হয়েছে পরেও অনেকবার।

পুরোনো সেই প্রসঙ্গ আবার উঠে এসেছে আরব নিউজে। সেখানে প্রকাশিত একটি লেখায় ফুটে উঠেছে, আফ্রিদি দায় দিয়েছেন মিসবাহকে।

“মিসবাহর মন্থর ইনিংসটি নিয়ে কথা বলেন অনেকেই। প্রথমত, এটা মিসবাহর ধরন, এটাই তার খেলা। সে থিতু হতে বেশ সময় নেয়। চেষ্টা করে খেলাটাকে শেষ পর্যন্ত টেনে নিতে। কিন্তু সেদিনের পরিস্থিতির দাবি ছিল, স্কোরবোর্ড সচল রাখা।”

“ তার উচিত ছিল পরিকল্পনা একটু বদলে রানের গতি বাড়ানো। পিঠেপিঠি উইকেট পড়তে থাকায় চাপ বেড়ে গিয়েছিল।”

কিন্তু মঙ্গলবার টুইটারে আফ্রিদির দাবি, তিনি এমনটি বলেননি।

“দুর্ভাগ্যজনকভাবে, এই সাক্ষাৎকারে আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ২০১১ সালের ওই হার ছিল দলের ব্যাটিং ব্যর্থতায়। আমিসহ ব্যাটসম্যানো সবাই রান তাড়ার চাপ নিতে পারিনি। কোনো একজনের দায় নয়।”