ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতেই খেলার ভাবনা সৌরভের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2020 09:09 PM BdST Updated: 28 Sep 2020 09:09 PM BdST
করোনাভাইরাসে এখনও নাজেহাল অবস্থা ভারতের। এর মাঝেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গণমাধ্যমে সোমবার এমন আশাবাদের কথা জানান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সুবিধাটাও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক।
“এটা (ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ) ভারতে আয়োজন অগ্রাধিকার পাবে। আমরা চেষ্টা করব যেন ভারতের মাটিতে হয়। সংযুক্ত আরব আমিরাতে সুবিধাটা হলো, তাদের তিনটি স্টেডিয়াম আছে (আবু ধাবি, দুবাই, শারজাহ)।”
বিসিসিআই সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে সেখানে ম্যাচ আয়োজনের ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তবে একই সুবিধা দেশের মাটিতেও আছে বলে মনে করেন সৌরভ।
“মুম্বাইয়ের সিসিআই, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আমাদেরও একই সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের ইডেন গার্ডেন্সও রয়েছে (কলকাতায়)।”
“আমাদের একটা ‘বাবল’ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা আমাদের ক্রিকেট ভারতে ধরে রাখতে চাই, এটাই খেলাটির উপযুক্ত জায়গা, এখানেই খেলার প্রাণ। তবে আমরা কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সিরিজটি আয়োজনের কথা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮২ হাজার ১৭০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জনে। শেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ১০৩৯ জনের। এতে মহামারীতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৪২ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত, ৭১ লাখেরও বেশি রোগী নিয়ে তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
-
তাইজুল ও স্পিন চতুষ্টয়ের রোমাঞ্চ
-
আর্ম শিল্ড ব্যবহার করায় অগ্রদূত আম্পায়ার অবসরে
-
গ্রানাইটের স্লাবে ব্যাটিং ও ‘লোয়ার অর্ডার কোচ’ লিটন
-
শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে দ. আফ্রিকা
-
লঙ্কান প্রধান নির্বাচকের পদত্যাগ
-
২০০ উইকেটের পথে রাবাদার রেকর্ড
-
পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
-
নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়া রহমানের পদাবনতি
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড