গত মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো ইয়াসির জায়গা পেয়েছিলেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। সীমিত ওভারের স্কোয়াডে অবশ্য জায়গা পেয়েছেন আরও আগেই। কিন্তু স্কোয়াড থেকে একাদশে ঢোকার পথটুকু পাড়ি দিতে পারেনি কোনোবারই। এখনও স্বাদ পাননি আন্তর্জাতিক ক্রিকেটের।
টেস্ট দলে ডাক পাওয়ার আগে বিসিএলের এক ম্যাচে ইয়াসির করেছিলেন জোড়া সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৫১.৩৩। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য তার ব্যাটিং উপযোগী মনে করা হচ্ছে অনেক দিন থেকেই। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হয়ে না গেলে ব্যস্ত সূচির এই বছরে হয়তো দেশের হয়ে খেলার স্বপ্ন এত দিনে পূরণ হয়েই যেত তার।
উল্টো লম্বা অবসরে বদলে গেছে অনেক কিছুই। এখন আবার তার নিজেকে ঝালাই করার লড়াই। ২৪ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন, কোচের সঙ্গে কথা বলে তৈরি করছেন নিজেকে।
ঢাকায় অনুশীলনের গত কয়েক দিনে নতুন একটি অভিজ্ঞতাও হয়েছে সবার। জৈব-সুরক্ষা বলয়ে অনুশীলন সবার জন্যই এবার প্রথম। এই ঘরবন্দি জীবন, একই শহরে থেকেও পরিবার থেকে টানা দূরে থাকা, অনেকের জন্যই এসব দুঃসহ অভিজ্ঞতা। তবে ইয়াসির এখানে ইতিবাচক দিকও দেখছেন।
“বায়ো-সিকিউর বাবলের মধ্যে আমরা ক্যাম্প করছি। একটা নতুন অভিজ্ঞতা। তবে আসলে অভিজ্ঞতাটা খারাপ নয়। কারণ এখন সত্যি বলতে সবাই একটু আতঙ্কিত যে বাইরে গেলে কী হবে বা নিজেও সংক্রমিত হয়ে যাব কিনা। এখন অন্তত আমরা জানি যে এই বাবলে থাকলে আমি নিরাপদ থাকব।”