আইসোলেশন থেকে অনুশীলনে ফিরলেন ৮ ক্রিকেটার

দু-একজনের উপসর্গ দেখা দেওয়ায় সতর্কতার অংশ হিসেবে যে ১০ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছিল তাদের ৮ জন ফিরেছেন অনুশীলনে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 12:48 PM
Updated : 23 Sept 2020, 12:49 PM

এখনও আইসোলেশনে আছেন ইবাদত হোসেন। তাই মূল মাঠে যখন সতীর্থরা দলীয় অনুশীলনে ব্যস্ত, সে সময় একাডেমি মাঠে একা একা ঘাম ঝরাচ্ছিলেন এই পেসার।

গত ২০ সেপ্টেম্বর আইসোলেশনে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বুধবার দলীয় অনুশীলনে ফেরা আট জন হলেন-মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন। 

বিশ্রাম দেওয়া হয়েছিল লিটন দাসকে। শেষ দিকে তিনিও কিছুক্ষণ ব্যাটিং করেন। এখনও অনুশীলনে যোগ দেননি তরুণ ওপেনার সাইফ হাসান।

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে চলছে ক্রিকেটারদের অনুশীলন। এখন পর্যন্ত অবশ্য ২৭ জনের সবাইকে এক সঙ্গে অনুশীলনে পাননি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আবু জায়েদ আক্রান্ত হওয়ায় সেই আশাও আপাতত নেই।