করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের পেসার আবু জায়েদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2020 04:04 PM BdST Updated: 23 Sep 2020 05:23 PM BdST
-
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ চৌধুরি। স্কিল ক্যাম্পে ২৭ জনের মধ্যে বাকিদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
গত মঙ্গলবার স্কিল ক্যাম্পের সব ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরদিন বিসিবির দেওয়া বিবৃতিতে আবু জায়েদের পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করা হলো।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, বোর্ডের তত্ত্বাবধানে এই বোলারকে আইসোলেশনে রাখা হয়েছে।
“আইসোলেশনে নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা চলবে। এবং যথাযথ সময়ে পরবর্তী পরীক্ষা করানো হবে।”
আশানুরূপ পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত একাদশের একজন হয়ে উঠেছেন আবু জায়েদ। ২০১৮ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম দফার পরীক্ষায় জাতীয় দলের ব্যাটসম্যান সাইফ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেবার তার সঙ্গে বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরম্যান্স নিক লিরও ফল পজিটিভ এসেছিল।
দ্বিতীয় দফায় করানো পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দু-একজনের শরীরে অল্প কিছু উপসর্গ দেখা দেওয়ায় ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল। এর মধ্যে ছিলেন আবু জায়েদও।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা