‘রাসেল চ্যালেঞ্জ’ নিতে মুখিয়ে বোল্ট

ব্যাটসম্যান আন্দ্রে রাসেল সব বোলারের কাছেই ভয়ঙ্কর এক নাম। তার বিপক্ষে বোলিং করা কতটা কঠিন, তা জানেন ও বোঝেন ট্রেন্ট বোল্ট। পুরনো অভিজ্ঞতাও আছে তার। আবারও সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন নিউ জিল্যান্ডের এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2020, 02:39 PM
Updated : 22 Sept 2020, 02:39 PM

আইপিএলে রাসেলকে প্রতিপক্ষ হিসেবে পাবেন বোল্ট। কালকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ক্যারিবিয়ান অলরাউন্ডার দলটির মূল সদস্যদের একজন। আর বোল্ট এবার খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। দুই দলের ম্যাচ আগামী বুধবার।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৮৬.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রাসেলের যেকোনো দলের বোলিং আক্রমণ এলোমেলো করে দেওয়ার সামর্থ্য আছে। তবে তাকে বেঁধে রাখতে আত্মবিশ্বাসী বোল্ট। কিউই এই পেসার মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বল হাতে দারুণ কিছু করার প্রত্যয়ের কথা জানান।

“বর্তমানে ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন সে। আর এখানেই সেই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্যই আমি ক্রিকেট খেলি। আমি বড় ক্রিকেটারদের মুখোমুখি হতে এবং তাদের উইকেট নিতে পছন্দ করি। আমি সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।”

টি-টোয়েন্টিতে রাসেলের বিপক্ষে এখন পর্যন্ত ৯ বল করেছেন বোল্ট। ১৭ রান দিয়ে তাকে আউট করতে পেরেছেন একবার।