৪ বোল্ডে আফ্রিদির ডাবল হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020 11:14 PM BdST Updated: 21 Sep 2020 08:19 PM BdST
-
ছবি: হ্যাম্পশায়ার ক্রিকেট
পাকিস্তানের হয়ে ইংল্যান্ড সফরে এসে ভাইটালিটি ব্লাস্টের জন্য থেকে যাওয়া শাহিন শাহ আফ্রিদির সময় ভালো কাটছিল না। হ্যাম্পশায়ারের হয়ে পাচ্ছিলেন না উইকেট, রান দিচ্ছিলেন অকাতরে। অবশেষে জ্বলে উঠলেন বাঁহাতি এই পেসার। মিডলসেক্সের বিপক্ষে টানা চার বলে নিলেন উইকেট, গড়লেন রেকর্ড।
ভাইটালিটি ব্লাস্ট তো বটেই, ইংল্যান্ডের মাটিতেই এটাই প্রথম ডাবল হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে মাত্র সপ্তম বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট পেলেন আফ্রিদি।
সাউথ গ্রুপের ম্যাচে রোববার জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৩ রান প্রয়োজন ছিল মিডলসেক্সের, হাতে ছিল ৪ উইকেট। ১৮তম ওভারের শেষ চার ব্যাটসম্যানকে বোল্ড করে ম্যাচই শেষ করে দেন আফ্রিদি।
৯ উইকেটে ১৪১ রান করা হ্যাম্পশায়ার জেতে ২০ রানে। ১৯ রানে ৬ উইকেট নিয়ে ১২১ রানে মিডলসেক্সকে থামিয়ে দেওয়া আফ্রিদি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
@iShaheenAfridi
— Hampshire Cricket (@hantscricket) September 20, 2020
That's it. That's the tweet. pic.twitter.com/tmh1gdBCcg
ওই ওভারে আফ্রিদির প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নেন জন সিম্পসন ও টম হেম। এরপর আর স্ট্রাইক পাননি হেম, অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেন চার সতীর্থের বোল্ডের দৃশ্য।
সিম্পসনকে বোল্ড করে জুটি ভাঙার পর স্টিভেন ফিন, থিলান ও টিম মারটাঘকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন আফ্রিদি। আগের ছয় ম্যাচে কেবল ১ উইকেট পাওয়া এই তরুণ শেষটা করলেন দারুণ। জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল হ্যাম্পশায়ার।
প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নিয়েছিলেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার জিম অ্যালেনবি, ২০০৮ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে। এরপর এই কীর্তি গড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও বাংলাদেশের পেসার আল আমিন হোসেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব আছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। আফ্রিদির আগে সবশেষ ডাবল হ্যাটট্রিক করেছিলেনন ভারতীয় পেসার অভিমান্যু মিঠুন।
-
ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের
-
তামিম-জুনায়েদের ১২ বছর পর তামিম-শান্ত
-
ধোনির পর এবার রোহিতকে জরিমানা
-
তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
-
সবুজাভ উইকেটে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কা দলে ২ নতুন মুখ
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে