নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস

নারী ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার এতদিন ছিল কেবল আইসিসির আসরগুলোতে। প্রথমবারের মতো এবার দ্বিপাক্ষিক সিরিজেও দেখা যাবে এই প্রযুক্তি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে থাকবে রিভিউ নেওয়ার সুযোগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2020, 03:35 PM
Updated : 20 Sept 2020, 03:35 PM

আগামী সোমবার শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ম্যাচে উভয় দলের জন্যই থাকবে প্রতি ইনিংসে দুটি করে রিভিউ। করোনাভাইরাসের কারণে সব ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে।

২০১৮ ও ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচার করা ১০ ম্যাচেও ছিল এই প্রযুক্তি। এবার দ্বিপাক্ষিক সিরিজেও ব্যবহার হতে যাচ্ছে এটি।

আইসিসির শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে অংশ নেওয়া পুরুষ বা নারী দুই দলের বোর্ডের বিবেচনার ভিত্তিতে রাখা হয় ডিআরএস।