দলীয় অনুশীলনের উচ্ছ্বাস মাহমুদউল্লাহ-তামিমদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020 08:07 PM BdST Updated: 20 Sep 2020 08:42 PM BdST
নতুন পোশাক, নতুন শুরু আর পুরনো উচ্ছ্বাস! করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ ৬ মাস অস্বস্তিময় অপেক্ষার পর আবার দলীয় অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা। আবারও একসঙ্গে স্ট্রেচিং-রানিং, ফুটবল খেলে গা-গরম আর স্কিল ট্রেনিংয়ের সেই ধারাবাহিকতা। চেনা আবহে ফিরতে পেরে ক্রিকেটারদের শরীরী ভাষায় যেমন, তেমনি কণ্ঠেও ফুটে উঠল উচ্ছ্বাস।
শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি রোববারও। তবে বাংলাদেশ দল আগের পরিকল্পনামতোই চালিয়ে যাচ্ছে। মাস দুয়েক আগে শুরু হয়েছিল ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন, এরপর পর্যায়ক্রমে হয়েছে দুই-তিন জন করে ও পরে ছোট গ্রুপে। অবশেষে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের নতুন পোশাকে শুরু হলো দলীয় অনুশীলন।
জাতীয় দলের হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিক লির তত্ত্বাবধানে ফিটনেস পর্বের পর স্কিল ট্রেনিং পর্ব দেখভাল করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।

অনুশীলনের পরে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর কণ্ঠেও ধরা পড়ল চেনা ছন্দে ফেরার আনন্দ।
“অনেকদিন পর আমরা আজ মিরপুরে দল হিসেবে অনুশীলন শুরু করলাম। খুবই ভালো লাগছে। লকডাউনের সময়টা খুবই কঠিন ছিল, কারণ সতীর্থদের থেকে দূরে, অনুশীলন থেকে দূরে। যতটুকু বাসায় করতে পেরেছি, রানিং বা জিমের কাজগুলো। কিন্তু স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। এগুলো আবার শুরু করেছি বেশ কিছুদিন হলো। ব্যক্তিগত সেশন হয়েছে। এখন দলীয় অনুশীলন শুরু হলো, এটা দারুণ।”
“সতীর্থরাও বেশ উৎফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা, দলের সবার সাথে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায় ওটা আরও বেশি কার্যকর হয় নিজের জন্য ও সতীর্থদের জন্য।”
এ দিন অবশ্য সবাইকে পাওয়া যায়নি অনুশীলনে। জৈব-সুরক্ষা বলয়ে থেকে ক্যাম্পের জন্য ২৭ জনের দল ঘোষণা করা হয়েছে শনিবার। প্রথম দিনের অনুশীলনে ছিলেন ১৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক দফা নেগেটিভ ফল পাওয়া সাইফ হাসান অপেক্ষা করছেন আরেক দফা পরীক্ষার। আর দু-একজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকায় আইসোলেশনে রাখা হয়েছে তাদের সংস্পর্শে আসা অন্যদেরও, মোট ১০ জনকে। তারা অনুশীলনে যোগ দেবেন মঙ্গলবার আরেক দফা করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা