ধোনির সিদ্ধান্তে অবাক কারান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020 04:19 PM BdST Updated: 20 Sep 2020 05:28 PM BdST
হুটহাট সিদ্ধান্ত নিয়ে প্রায়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়ে রইলো তার আরেকটি চমকের উদাহরণ হয়ে। ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে প্রমোশন দিয়ে ব্যাটিংয়ে পাঠান স্যাম কারানকে। ক্যামিও ইনিংসে আস্থার প্রতিদান দেওয়া ইংলিশ অলরাউন্ডার নিজেও অবাক ধোনির আগে ব্যাটিংয়ে নামায়।
আবু ধাবিতে শনিবার রোমাঞ্চকর লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজা আউট হয়ে ফেরার সময় দলটির প্রয়োজন ছিল ১৭ বলে ২৯ রান। নিজে না গিয়ে কারানকে পাঠান ধোনি।
গিয়েই ঝড় তোলেন কারান। দারুণভাবে মেটান সময়ের দাবি। ৬ বলে দুই ছক্কা ও এক চারে ১৮ রানের ইনিংসে ম্যাচ নিয়ে আসেন চেন্নাইয়ের মুঠোয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনিকে প্রশংসায় ভাসান কারান।
“সত্যি কথা বলতে, আমি খুবই অবাক হয়েছি যে ব্যাটিংয়ে নামছি। ধোনি জিনিয়াস এবং অবশ্যই তার আগে আমাকে ব্যাটিংয়ে পাঠানো নিয়ে কিছু ভেবেছিলেন তিনি।”
“আমরা ওই ওভারটি (১৮তম) মারার জন্য ঠিক করেছিলাম। হয় ছক্কা, না হয় আউট, এই মানসিকতা নিয়ে আমি নেমেছিলাম…মাঝেমধ্যে এটা কাজে দেয়, আবার অনেক সময় দেয় না।”
কারান অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নামা ধোনি শূন্য রানে অপরাজিত ছিলেন।
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
রাজার জরিমানা
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
-
বাদ পড়ে অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল