আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়: রশিদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2020 09:10 PM BdST Updated: 16 Sep 2020 10:22 PM BdST
বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতিয়ে বেড়াচ্ছেন আফগান ক্রিকেটাররা। তাদের ঘিরে অনেক বড় স্বপ্ন রশিদ খানের। আফগানিস্তানের এই লেগ স্পিনার জানালেন, জিততে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মতে, বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট প্রতিভা দলের সব বিভাগে আছে। এখন প্রয়োজন স্রেফ নিজেদের ওপর বিশ্বাস রাখা।
বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে বেশ কাঙ্ক্ষিত নাম রশিদ, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবিরা। এই সংস্করণেই একদিন বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন আফগান ক্রিকেটারা।
ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউব আলাপচারিতায় সোমবার সেই স্বপ্নের কথা বলেন রশিদ।
“আমি মনে করি, আফগানিস্তানের জন্য এখন সবচেয়ে বড় অর্জন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, যেটির জন্য দল মুখিয়ে আছে, পুরো দেশ আশায় আছে। কারণ, আমাদের স্কিল ও প্রতিভা আছে। স্রেফ নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে, আমরা এটি করতে পারি। প্রতিভার দিক থেকে আমরা অনেক ভালো দল, আমাদের স্পিনার আছে, ফাস্ট বোলার আছে, ব্যাটিং ইউনিটও ভালো।”
রশিদ জানালেন, একটা সময় দেশের মানুষের এবং ক্রিকেটারদের স্বপ্ন ছিল আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করা এবং টেস্ট খেলা। সেই স্বপ্ন তাদের পূরণ হয়েছে। এখন তাদের স্বপ্ন বিশ্বকাপ নিয়ে। আর সেই পথে এগিয়ে যেতে বড় দলগুলির বিপক্ষে আরও বেশি খেলা চান রশিদ।
“বড় দলগুলির বিপক্ষে যখন আরও সিরিজ খেলব, আমরা আরও ভালো দল হতে পারব। টি-টোয়েন্টির জন্য আমরা খুব বিখ্যাত। আমাদের ও দেশের মানুষের স্বপ্ন একদিন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব। আফগানিস্তান ক্রিকেট ও আমাদের জন্য যা হবে সবচেয়ে বড় অর্জন।”
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে। পরের বছর অস্ট্রেলিয়ায় বসবে আরেকটি আসর। রশিদের মনোযোগ আপাতত সংযুক্ত আরব আমিরাতে আগামী শনিবার শুরু হতে যাওয়া আইপিএলে। যেখানে এই লেগ স্পিনার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
-
মুশফিক-লিটনের ব্যাটে লিডের দুয়ারে বাংলাদেশ
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ