দেশে ঘরোয়া ক্রিকেট ফিরছে ‘শিগগিরই’

বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে না গেলে ওই সময় বিকল্প কিছু করা নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। খুব দ্রুতই দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 12:13 PM
Updated : 14 Sept 2020, 12:50 PM

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দেওয়া নানা শর্ত মেনে বাংলাদেশ দল সেখানে সফরে যাবে না বলে সোমবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিসিবি সভাপতি। সেখানেই প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত সিরিজটি না হলে দেশের মাটিতে কোনো সিরিজ বা বিকল্প কিছু আয়োজন করা হবে কিনা।

নাজমুল হাসান জানালেন, পারিপার্শ্বিকতা মাথায় রেখে নিজেদের সাধ্যমতো কিছু আয়োজন করা হবে।

“আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। নিজেরা ঘরোয়া ক্রিকেট শুরু করব, এখনই। কী করব, এখনই বলছি না। কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাব। খুব শিগগিরই। এখন কোচিং স্টাফরা আছে, ওরা থেকে যাবে। ছেলেরা এতদিন খেলার বাইরে, ওদের খেলার মধ্যে নিয়ে আসব।”

“একেবারে ওইরকম বড় কিছু করতে পারব না, সব ক্লাব ম্যানেজ করতে পারব না, তবে যতটুকু ম্যানেজ করতে পারব, সেটাই আমরা করব। ৪০ জন ক্রিকেটার নিয়ে হতে পারে বা ৬০ জন, যতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, করব। করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটার ও সবার নিরাপত্তাও আমাদের দেখতে হবে। তবে খেলা মাঠে গড়াবে অবশ্যই।”

গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর ওই টুর্নামেন্ট স্থগিত করাসহ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়।