দেশে ঘরোয়া ক্রিকেট ফিরছে ‘শিগগিরই’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2020 06:13 PM BdST Updated: 14 Sep 2020 06:50 PM BdST
বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে না গেলে ওই সময় বিকল্প কিছু করা নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। খুব দ্রুতই দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দেওয়া নানা শর্ত মেনে বাংলাদেশ দল সেখানে সফরে যাবে না বলে সোমবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিসিবি সভাপতি। সেখানেই প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত সিরিজটি না হলে দেশের মাটিতে কোনো সিরিজ বা বিকল্প কিছু আয়োজন করা হবে কিনা।
নাজমুল হাসান জানালেন, পারিপার্শ্বিকতা মাথায় রেখে নিজেদের সাধ্যমতো কিছু আয়োজন করা হবে।
“আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। নিজেরা ঘরোয়া ক্রিকেট শুরু করব, এখনই। কী করব, এখনই বলছি না। কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাব। খুব শিগগিরই। এখন কোচিং স্টাফরা আছে, ওরা থেকে যাবে। ছেলেরা এতদিন খেলার বাইরে, ওদের খেলার মধ্যে নিয়ে আসব।”
“একেবারে ওইরকম বড় কিছু করতে পারব না, সব ক্লাব ম্যানেজ করতে পারব না, তবে যতটুকু ম্যানেজ করতে পারব, সেটাই আমরা করব। ৪০ জন ক্রিকেটার নিয়ে হতে পারে বা ৬০ জন, যতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, করব। করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটার ও সবার নিরাপত্তাও আমাদের দেখতে হবে। তবে খেলা মাঠে গড়াবে অবশ্যই।”
গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর ওই টুর্নামেন্ট স্থগিত করাসহ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়।
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে