স্লোয়ার ডেলিভারির নতুন চমক আনছেন ব্রাভো

করোনাভাইরাসের কারণে পাওয়া লম্বা বিরতিতে নতুন এক ধরনের স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করেছেন ডোয়াইন ব্রাভো। এবারের আইপিএলেই নিজের সেই ঝলক দেখাতে চান ক্যারিবিয়ান অলরাউন্ডার। এই আসরে ভাঙতে চান নিজের রেকর্ডও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 04:06 AM
Updated : 13 Sept 2020, 04:06 AM

আইপিএলে বরাবরই চেন্নাই সুপার কিংসের বড় ভরসা ব্রাভো। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ৩৭ ছুঁইছুঁই এই ক্রিকেটার বার্তা দিয়ে রাখলেন তার নতুন স্কিল নিয়ে।

“ এই বিরতিতে নতুন এক ধরনের স্লোয়ার বল নিয়ে কাজ করেছি আমি, এবারের আইপিএলে সেটি দেখাতে মুখিয়ে আছি।”

আইপিএলে বরাবরই সেরা পারফরমারদের একজন এই অলরাউন্ডার। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, নিয়েছেন ১৪৭ উইকেট। পাশাপাশি রান করেছেন ১ হাজার ৪৮৩। ক্যাচ নিয়েছেন ৭৪টি।

এবারের আইপিএলে নিজের লক্ষ্যও জানিয়ে রাখলেন ব্রাভো, “এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির নিজের রেকর্ড এবার ভাঙতে চাই আমি।”

২০১৩ আসরে চেন্নাইয়ের হয়েই ৩২ উইকেট নিয়েছিলেন ব্রাভো। আইপিএলের এক আসরে ৩০ উইকেট নিতে পারেননি আর কেউ।