আইপিএলে যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার আলি খান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2020 06:23 PM BdST Updated: 12 Sep 2020 06:23 PM BdST
যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের জন্য আইপিএলে দল পাওয়া অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যি হতে চলছে আলি খানের। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ দিতে যাচ্ছেন এই পেসার।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, চোটের কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়া ইংলিশ পেসার হ্যারি গার্নির জায়গায় আলিকে দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএল কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছে ফ্র্যাঞ্চাইজিটি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একই মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন আলি। দলটির হয়ে সিপিএলে দারুণ বোলিং পারফরম্যান্স বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে তার খেলার দরজা খুলে দিয়েছে। ২০১৮ সালে সিপিএল অভিষেকে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। পরে খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে।
গত তিন বছর ধরে সিপিএলের সফল পেসারদের একজন আলি। সদ্য শেষ হওয়া আসরেও দারুণ বোলিং করে দলের শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি। ৮ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৪৩ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। ফাইনালে শিকার ছিল দুটি।
এখনও পর্যন্ত ৩৬ টি-টোয়েন্টিতে খেলে ২৯ বছর বয়সী পেসার নিয়েছেন ৩৮ উইকেট।
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)